<p>স্মৃতি মানে শুধু ঘটনার স্মৃতি হবে, তা নয়। আগের পর্বেই আমরা সেটার কিছু কিছু কথা বলেছি। স্মৃতি যেমন দেখার স্মুতি হতে পারে। তেমনি শব্দ শোনা, গন্ধ ও স্বাদের স্মৃতিও আছে। এসব স্মৃতির আবার বেশ কিছু ভাগ আছে। বাহারি সেসব নাম। আমরা সেগুলোর গভীরে ঢুকে এই লেখাটাকে জটিল করব না। সংক্ষেপে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি।</p> <p>কিছু স্মৃতি আমাদের মস্তিষ্কে যুগ যুগ অমলিন থাকে। এগুলো দীর্ঘস্থায়ী স্মৃতি। আবার কিছু স্মৃতি আছে সহজেই ভুলে যাই। এগুলো হলো ক্ষণস্থায়ী স্মৃতি। এগুলো আসলে দীর্ঘদিন মনে রাখার দরকার পড়ে না। তাই সহজেই ভুলে যাই এগুলো । </p> <p>ধরা যাক, কেউ আপনাকে একটা মোবাইল নম্বর দিল, আপনার ছোট ভাইকে দেওয়ার জন্য। আপনি নম্বরটা মনে রাখলেন যতক্ষণ আপনার ভাইকে দেওয়া না হয়, ততক্ষণ। তারপর ভুলে গেলেন।</p> <p>শুধু নম্বরের ক্ষেত্রেই এমনটা হয়, তেমন নয়। জীবনের নানা অনুষঙ্গে এ ধরনের ক্ষণস্থায়ী স্মৃতির দরকার হয়। আপনি হয়তো চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটা গ্রামে যাবেন। সেখানে এক পরিচিত বন্ধু থাকেন। কিন্তু আপনি চেনেন না। ধরা যাক, আপনি গুগল ম্যাপও ব্যবহার করতেও জানেন না। সুতরাং কিভাবে সেখানে যাবেন, তার দিকনির্দেশনা আপনার বন্ধু জানিয়ে দিলেন মোবাইল ফোনে। কিছু গ্রামের নাম বললেন তিনি, নদীর নাম বললেন। কোন কোন বাজার পার হয়ে যেতে হবে, সেগুলোর নাম বললেন। আপনি সেসব নাম মনে রেখে বন্ধুর কাছে পৌঁছে গেলেন। তারপর যখন ফিরে এলেন, তখন রাঙ্গুনিয়া ছাড়া আর কোনো নাম মনে রাখার দরকার নেই আপনার। </p> <p>সুতরাং কিছু নাম ভুলে গেলেন। কিছু নাম মনে রইল। কিন্তু প্রয়োজন নেই বলে, সেগুলোর নাম সেখানকার দৃশ্যের কথা ভুলে যাবেন কিছুদিনের মধ্যেই। এগুলোই হলো ক্ষণস্থায়ী স্মৃতির নমুনা।</p> <p>আসলে কোনগুলো মনে রাখবেন আর কোন স্মৃতি ভুলে যাবেন, সেটা যেমন আপনার কাছে সেগুলোর গুরুত্বের নির্ভর করে, তেমনি পারিপার্শ্বিক অবস্থার ওপরও নির্ভর করে। নির্ভর করে ঘটনার গুরুত্বের ওপরও। হয়তো রাঙ্গুনিয়ায় যাওয়ার পথে ছোট্ট এক বাজারে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে দেখলেন। তখন কিন্তু ওটা সহজেই ভুলবেন না। এমনকি বাজারটারও নামও আপনার মনে থাকবে। এখানে ঘটনার গুরুত্ব আপনার মস্তিষ্কের ওপর প্রভাব ফেলেছে।</p> <p>অন্যদিকে দীর্ঘস্থায়ী স্মৃতি দীর্ঘদিন এমনকি চিরদিনও আপনার মনে গেঁথে যেতে পারে। যুগের পর যুগ পার হয়ে গেলেও এসব স্মৃতি ফিকে হয় না। মনে হয়, যেন কয়েক দিন আগে ঘটল।</p> <p>যেমন একজন অতি বৃদ্ধ লোক তার এসএসসি পরীক্ষার দিনটা পুঙ্খানুপুঙ্খ মনে করতে পারেন। কিংবা সর্বকালের সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে যদি জিজ্ঞেস করা হয়, তার আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকের দিনটা মনে করতে পারেন কি না। তিনি একেবারে সিনেমার মতো করে মনশ্চক্ষে সেদিনের দৃশ্য দেখতে পাবেন।</p> <p>শুধু দীর্ঘাস্থী বা ক্ষণস্থায়ী নয়, ঘটনার গুরুত্ব অনুসারে মধ্যম স্থায়ী স্মৃতিও কিন্তু আছে। এগুলো প্রথম কয়েক দিন মনে থাকে খুব ভালোভাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হতে থাকে। ১০-২০ বছর পর দেখবেন আবছাভাবে মনে পড়ছে সেই ঘটনা।</p> <p>যেমন আপনার প্রতিবেশী এক বৃদ্ধ মারা গেল। প্রথম কয়েক দিন মনে পড়বে তার বেঁচে থাকার জ্বলজ্বলে স্মৃতি। কিন্তু ১০ বছর পর তার কথা যদি ভাবেন, মনে হবে তিনি বহু বছর আগে মারা গেছেন। কিন্তু আপনার ঘনিষ্ঠ কেউ মারা গেলে মনে হবে, এই তো সেদিনের ঘটনা।</p> <p>কৃত্রিম বুদ্ধিমত্তা সিরিজের আরো লেখা পড়ুন:</p> <p><a href="https://www.kalerkantho.com/online/science/2024/05/11/1386923"><span style="color:#3498db;">১. বুদ্ধি আসলে কী?</span></a></p> <p><a href="https://www.kalerkantho.com/online/science/2024/05/15/1388114"><span style="color:#3498db;">২. স্মৃতি কী? কিভাবে মস্তিষ্কে স্মৃতি তৈরি হয়?</span></a></p> <p>সূত্র : <br /> ১. হাউ লং টার্ম মেমরি ওয়ার্কস/ভেরি ওয়েল মাইন্ড <br /> ২. মেমোরি : হাউ দ্য ব্রেইন স্পিনস ইউর লাইফ স্টোরি/ক্রিস্টেন উইয়ার/নিউ সায়েন্টিস্ট<br /> ৩. হোয়াট ইজ দ্য মেমোরি ক্যাপাসিটি অব দ্য হিউম্যান/পল রেবার/সায়েন্টিফিক অ্যামেরিকান<br /> ৪. মস্তিষ্ক/হাসান তারেক চৌধুরী</p>