<p>নামের সঙ্গে বর্ষ, তাই অনেকেই মনে করেন আলোকবর্ষ বুঝি সময়ের একক। আসলে তা নয়। আলোকবর্ষ হলো দূরত্বের একক। আলোর গতি সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার। অর্থাৎ এক সেকেন্ডে আলো ৩ লাখ কিলোমিটার পথ পাড়ি দেয়। </p> <p>অন্যদিকে আলো এক বছরে যে পরিমাণ পথ পাড়ি দেয়, সেই পথের দূরত্বটাকে বলে আলোক বর্ষ। তাহলে এক আলোক বর্ষ কতটা পথের সমান ভাবতে পারেন?<br /> হিসাব করে দেখে নেওয়া যাক। এক বছর হলো (৬০×৬০×২৪×৩৬৫) = ৩,১৫,৩৬,০০০ সেকেন্ডের সমান। তাহলে এক বছরে আলো পাড়ি দেয় = ৩,১৫,৩৬,০০০×৩,০০,০০০ = ৯৪,৬০,৮০,০০,০০,০০০ কিলোমিটার পথ।</p> <p>সংক্ষেপে আমরা বলতে পারি এক আলোকবর্ষ হলো ৯.৪৬১ × ১০১২ কিলোমিটার।</p>