<p><span style="color:#4e5f70;">মানুষ কি চাঁদে গিয়েছিল? ছবি, ভিডিওসহ অসংখ্য অকাট্য প্রমাণ আছে। তবুও একদল মানুষ মাঝে মাঝে প্রশ্ন তোলে, কনস্পাইরেসি থিওরি কপচায়। কিছু ব্যাপ্যারে তাদের খটকা আছে, কিছু প্রশ্ন আছে। সে সব প্রশ্নের একে একে ব্যাখ্যা হাজির করব আমরা কালের কণ্ঠে। আজ থাকছে চাঁদের আকাশে তারা না থাকা নিয়ে সংশয় ও তার ব্যাখ্যা।</span></p> <p>চাঁদের ছবি তোলা হয়েছে। তখন আকাশে তারা থাকার কথা। কিন্তু একটা ছবিতেও তারার উপস্থিতি নেই। কেন?</p> <p>প্রথম উত্তরটার বরং আপনিই দিন। দিনের বেলা কি খালি চোখে তারা দেখা যায়?</p> <p>যায় না, কারণ সূর্য। দিনে যদি কোনো তারা দেখতে পেতে হয়, তাহলে সেগুলোর উজ্জ্বলতা সূর্যের চেয়ে বেশি হতে হবে।</p> <p>তাই বলে কি সূর্যের চেয়ে উজ্জ্বল কোনো তারা আকাশে নেই?</p> <p>আছে, কিন্তু সেগুলোর দূরত্ব এতই বেশি যে আমাদের পর্যন্ত সে উজ্জ্বলতা দেখা যায় না। একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে।<br /> রাতে সূর্য থাকে না। তাই দূরের তারাগুলোও দেখা যায়। কিন্তু আপনার চোখে কেউ যদি টর্চের আলো ফেলে, তখন তারাগুলো দেখতে পাবেন না। কারণ, অবস্থানের কারণে আপাতদৃষ্টিতে আপনার কাছে টর্চের আলোর উজ্জ্বলতা তখন অনেক বেশি।</p> <p>আরেকটা ব্যাখ্যাও আছে। কিন্তু সেটা দরকার হয় না, কারণ, চাঁদ যেসব ছবি তোলা হয়েছে, সবই দিনের আলোয়।</p> <p>কিন্তু প্রশ্ন এসে যায়, যদি রাতে তোলা হত, তাহলে কী তারাগুলোর ছবি দেখা যেত। উত্তর হচ্ছে, না। যারা ক্যামেরা নিয়ে মোটামুটি কাজ করেছেন, তারা কখনো প্রশ্ন তুলবেন না ‘ছবিতে তারা কেন নেই?’ যারা ক্যামেরা ছবি তোলার পেছনের কার্যকারণ জানেন না, তারা প্রশ্ন তুলতেই পারেন। তাদের জন্য বলি, এখন স্মার্টফোনেও ভালো ছবি তোলা যায়। কিন্তু এর জন্য ক্যামেরার মেকানিজম সম্পর্কে না জানলেও চলে। তাই তাদেরকে বোঝানো কঠিন।</p> <p>ছবিতে কী কী অবজেক্ট দেখতে চান, তা বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফোকাসিং। ডিএসএলআরে ছবি তুলতে গেলে নিজের মতো করে ফোকাসিং, এক্সপোজিং, ব্রাইটনেস ঠিক করা যায়। ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ কতটুকু ব্যবহার করবেন, তা নির্ভর করে লেন্স কতটুকু জুম করেছেন আর লেন্স থেকে বস্তুর দূরত্ব কতটুকু তার ওপর। আপনি যদি জুম না করে, অসীম দূরত্ব পর্যন্ত ছবি নিতে চান, তাহলে সেটা থেকে ল্যান্ডস্কেপ ছবি পাওয়া যাবে।</p> <p>ডিএসএলআরের ক্যামেরার এক্সপোজ বাড়িয়ে যদি আকাশের ছবি নেন রাতের বেলা, তাহলে চাঁদ তারার উজ্বল ছবি পাবেন। সেক্ষেত্রে আপনার সামনে থাকা কোনো জিনিসের উজ্জ্বল ছবি পাবেন না। সামনের বস্তুটা তখন কালো হবে, কিন্তু বস্তুর পেছনের আকাশের চাঁদ, তারার ছবি বেশ ভালো পাবেন।</p> <p>অন্যদিকে যদি সামনের অবজেক্টের উজ্জ্বল ছবি চান, তাহলে অবজেক্টের ওপর লেন্স ফোকাস করতে হবে, সেটাকে আলোকিত করার জন্য ফ্ল্যাশ লাইট ব্যবহার করতে হবে। কিন্তু তখন পেছনের ব্যাকগ্রাউন্ডের ছবি মোটেও স্পষ্ট হবে না।</p> <p>আমরা যখন কারও পোর্টেট ছবি তুলি, বা ম্যাক্রো ছবি তুলি কোন ছোট বস্তুর, তখন শুধু বস্তু বা মানুষের ছবিটাই স্পষ্ট হয় — পেছনের সবকিছু ব্লার হয়ে ধরা দেয়।</p> <p>চাঁদের ছবিতে এমনটাও ঘটেনি, কারণ সেগুলো দিনের বেলা তোলা ছিল।</p> <p>এখন একটা প্রশ্ন কেউ করে বসতে পারেন, ব্লার হলেও আকাশের ব্যাকগ্রাউন্ডের আভা তো থাকবে। যেমন পৃথিবীতে যদি তোলা হত, তাহলে অবশ্যই নভোচারী বা মহাকাশানের পেছনের ব্যাকগ্রাউন্ডটা নীলাভ হতো। ছবিতে কেন কালো দেখা গেল? ছবি কি এডিট করা?</p> <p>এখানে আরেকটা প্রশ্ন এসে যায়, আকাশ কেন নীল দেখায় পৃথিবী থেকে?</p> <p>এর বেশকিছু কারণ আছে। তবে সবকিছুই বায়ুমণ্ডলকেন্দ্রীক। কোন গ্রহ বা উপগ্রহের <a href="https://www.kalerkantho.com/print-edition/deshe-deshe/2023/11/23/1338742" target="_blank"><span style="color:#c0392b;">আকাশের</span></a> রঙ কেমন হবে সেটা নির্ভর করে ওই গ্রহের বায়ুমণ্ডলের ওপর। বায়ুমন্ডলের ঘনত্ব আর উপাদানের ধর্ম ঠিক করে দেয় আকাশের রঙ। পৃথিবীর বায়ুমণ্ডলের এক বিশেষ স্তরে নীল আলোর বিচ্ছুরণ হয়, ফলে সূর্যের সাদা আলোর বাকি রঙ ঠিকঠাকমতো পৃথিবীতে পৌঁছলেও নীল রঙ ছড়িয়ে পড়ে ওই স্তরে। তাই আকাশের রঙ নীল দেখায়। একই কারণে মঙ্গলের আকাশ লালচে। কিন্তু যেখানে বায়ুমণ্ডল নেই, সেখানে?</p> <p>কোনো গ্রহ বা উপগ্রহে যদি বায়ুমণ্ডল না থাকে। তাহলে, সেখানকার আকাশ সম্পূর্ণ কালো দেখাবে। <a href="https://www.kalerkantho.com/online/science/2023/11/19/1337705" target="_blank"><span style="color:#c0392b;">চাঁদে</span></a> বায়ুমণ্ডল নেই। তাই চাঁদ থেকে তোলা দিনের বেলার ছবিতেও কালো আকাশের কারণে ব্যাকগ্রাউন্ড কালো এসেছে।</p> <p>সূত্র: স্পেস ডট কম</p> <p>আরও পড়ুন:</p> <p><a href="https://www.kalerkantho.com/online/science/2023/11/23/1338903">১. চাঁদ অভিযান কি মিথ্যা? ছবিতে তারা নেই কেন?</a></p> <p><a href="https://www.kalerkantho.com/online/science/2023/11/20/1337956">২. চাঁদে অভিযান সত্যি, নাকি ধাপ্পাবাজি? কে তুলেছিল অলড্রিনের ছবি?</a></p> <p><a href="https://www.kalerkantho.com/online/science/2023/11/23/1338903">৩. চাঁদ অভিযান কি মিথ্যা? ছবিতে তারা নেই কেন?</a></p> <p><a href="https://www.kalerkantho.com/online/science/2023/11/21/1338343">৪. পাথরে পায়ের ছাপ কিভাবে পড়ে? চাঁদ অভিযানের কাহিনি কি ভুয়া?</a></p> <p> </p>