<p>শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশে অতীতের উন্নয়নের ন্যায্য হিস্যা পাননি শ্রমজীবীরা। চাহিদার তুলনায় কম মজুরি ও নানা অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তারা।</p> <p>সোমবার (৩০ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশনে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।</p> <p>তিনি আরো বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের উন্নয়নের সুফল শ্রমিকরা পাননি। শ্রমিক নেতাদের মতে, তাদের মজুরি যথাযথ নয়। এ ছাড়া শ্রমিকদের বাসস্থান, মাতৃত্বকালীন সুবিধাসহ অন্যান্য অধিকার সুরক্ষায় ব্যবস্থা যথেষ্ট নয়।</p> <p>শ্রমিকদের কল্যাণে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শ্রমিক নেতারা অভিযোগ করেছেন বলে জানিয়ে তিনি বলেন, ভবিষ্য তহবিল ও সামাজিক সুরক্ষার অন্যান্য উপকরণ যথাযথ নয়। আইনে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার থাকলেও তারা নির্বিঘ্নে তা করতে পারছেন না। অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে। সেগুলো চালুর জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। অনেক ক্ষেত্রেই সরকারি নিয়মনীতি ভঙ্গ হচ্ছে এবং বড় বড় স্বার্থের প্রভাবে তা ঘটছে।</p> <p>চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট মহানগর সফরের পরিকল্পনাও তুলে ধরে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান আরো বলেন, শ্বেতপত্রের খসড়া তিন মাসের মধ্যে প্রস্তুত করা হবে এবং প্রতিটি খাতের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।</p>