<p style="text-align:justify">অবৈধ অস্ত্র উদ্ধারে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে বলেও তিনি জানান।</p> <p style="text-align:justify">গতকাল রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।</p> <p style="text-align:justify">এ ছাড়া বিগত সরকারের আমলে কিছু লাইসেন্সকৃত অস্ত্রের অপব্যবহার করা হয়েছে। সেগুলোর বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।</p> <p style="text-align:justify">এদিকে<strong> </strong>গতকাল পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুর্নীতির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে।’ তিনি বলেন, পুলিশের গ্রহণযোগ্য সংস্কার করা প্রয়োজন, যার মাধ্যমে পুলিশিংয়ে ইতিবাচক পরিবর্তন আসবে।</p>