<p>ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে।</p> <p>আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সংযোগ স্বাভাবিক করে দেওয়া হবে বলেও জানান তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যাত্রাবাড়ীতে ফের পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, ২ পথচারীসহ কয়েকজন আহত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/18/1721282408-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যাত্রাবাড়ীতে ফের পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, দুই পথচারীসহ কয়েকজন আহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/07/18/1407548" target="_blank"> </a></div> </div> <p>জুনাইদ আহমেদ পলক বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বার্থান্বেষী মহলের নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে।’</p> <p>তিনি আরো বলেন, ‘ইন্টারনেট বন্ধের জন্য পূর্বে কোনো ঘোষণা দেওয়া হয়নি। পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুক, গুগল, ইউটিউব, টিকটকের সঙ্গে সরকারের যোগাযোগ হয়েছে। কিন্তু বিতর্কিত কনটেন্ট অপসারণ নিয়ে তাদের প্রাইভেসি পলিসি সন্তোষজনক নয়। এরপর তাদের কারণে যদি একটি প্রাণহানিও ঘটে তাহলে এসব কম্পানিকে ছাড় দেওয়া হবে না। তাদের বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপন করে বাংলাদেশের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাবাকে চিরকুটে ‘বড় হয়েই ভুল করলাম’ লিখে হাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/18/1721283818-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাবাকে চিরকুটে ‘বড় হয়েই ভুল করলাম’ লিখে হাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/07/18/1407552" target="_blank"> </a></div> </div> <p>রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলোতে গত মঙ্গলবার রাত থেকে মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার কথা জানান ব্যবহারকারীরা। তবে মোবাইল অপারেটর ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।</p>