<p>আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে ঈদের আমেজ। ছুটি নিয়ে হিসাব-নিকাশ শুরু করেছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। ইতিমধ্যে ঈদের প্রস্তুতি শুরু হয়েছে দেশে।</p> <p>আজ মঙ্গলবার (২৮ মে) রেলপথ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও ঈদের অগ্রিম টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি হবে।</p> <p><a href="https://www.kalerkantho.com/online/national/2024/06/07/1395385"><span style="color:#e74c3c;">বাজেটে দাম বাড়ল ও কমল যেসব পণ্যের</span></a></p> <p>তিনি বলেন, আগামী ২ জুন বিক্রি হবে ১২ জুনের অগ্রিম টিকিট। একইভাবে ৩ জুন দেওয়া হবে ১৩ জুনের, ৪ জুন দেওয়া হবে ১৪ জুনের, ৫ জুন দেওয়া হবে ১৫ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৬ জুনের অগ্রিম টিকিট। এদিকে ঈদ যাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে এদিন দেওয়া হবে ২০ জুনের অগ্রিম টিকিট। এ ছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ জুন থেকে পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেন চলাচল শুরু হবে বলেও জানান তিনি।</p> <p>এবার ঈদুল আজহার সম্ভাব্য ছুটি ১৬-১৮ জুন। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার। সব মিলিয়ে এবারের ঈদে সরকারি চাকরিজীবীরা ছুটি পেতে পারেন কমপক্ষে পাঁচ দিন।</p> <p>আরো পড়ুন- <a href="https://www.kalerkantho.com/online/national/2024/06/07/1395410"><span style="color:#e74c3c;">সৌদিতে ঈদ ১৬ জুন, বাংলাদেশসহ অন্যান্য দেশে কবে</span></a></p> <p>গত বছরের ঈদুল আজহাতেও পাঁচ দিনের ছুটি পেয়েছিলেন কর্মজীবীরা। প্রতিবার ঈদের আগে ছুটি বাড়ানোর জন্য আবেদন করেন সরকারি চাকরিজীবীরা। এবারও সেই আবেদন করলে এবং তা কার্যকর হলে বাড়তে পারে ছুটির দিন। </p> <p>আরবি চান্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করে মুসলিম সম্প্রদায়ের মানুষজন।</p>