<p>রাজধানীর কামরাঙ্গীরচর আচার আলা ঘাট এলাকায় নির্মীয়মাণ ভবনের পাঁচতলা থেকে পড়ে কবির হোসেন (৩০) হোসেন নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৭ মার্চ) দুপুর একটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।</p> <p>কবিরকে ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা ঠিকেদার মুক্তার হোসেন বলেন, ‘দুপুরে নির্মীয়মাণ সাত তলা ভবনের পাঁচ তলায় মাচাংয়ে দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন রাজ মিস্ত্রি কবির। অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৯৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’</p> <p>ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কামরাঙ্গীরচর থানায় অবগত করা হয়েছে।’</p> <p>মৃত কবির নওগাঁ জেলার শাপাহার উপজেলা কামাচপুর গ্রামের চাউল ব্যবসায়ী মো. আনারুল হকের ছেলে। তিনি কামরাঙ্গীরচর বালুর মাঠ এলাকায় ম্যাচে থাকতেন। তার পরিবার থাকে গ্রামের বাড়িতে। পাঁচ ভাই ও এক বোনের মধ্যেও তিনি ছিলেন চতুর্থ। দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।</p>