<p>বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বছরব্যাপী সমাজ কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র রমজানের প্রথম দিন থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।</p> <p>আজ মঙ্গলবার (১২ মার্চ) পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী এবং পুনাকের অন্যান্য নেত্রীরা ১০০ জন অসহায়, দুস্থ ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।</p> <p>পুনাক সদস্যদের স্বতঃস্ফূর্ত আর্থিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও মাসব্যাপী রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। </p> <p>পুনাক রমজান মাসব্যাপী প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন স্থানে গড়ে শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাবে জানা গেছে।</p>