<p>‘আল্লাহর দল’ নামে নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সংগঠনটির কুমিল্লা বিভাগের আঞ্চলিক প্রধানসহ পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।</p> <p>আজ রবিবার অ্যান্টি টেররিজম ইউনিটের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।</p>