kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

ডাউন সিনড্রোম ব্যক্তিদের অধিকার ও সুরক্ষার ১০ দফা প্রস্তাবনা

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৯ ১৯:৫৭ | পড়া যাবে ১ মিনিটেডাউন সিনড্রোম ব্যক্তিদের অধিকার ও সুরক্ষার ১০ দফা প্রস্তাবনা

অক্টোবর মাস হলো ডাউন সিনড্রোম সচেতনতা মাস। সারাবিশ্বে মতো বাংলাদেশে চতুর্থ বারের মত মাসটি পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে নানা কর্মসূচি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের সেলফ্ অ্যাডভোকেটদের একটি প্রতিনিধি দল ‘নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট’ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত ও মতবিনিময় করে। এ সময় নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. গোলাম রব্বানী, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সরদার এ. রাজ্জাক উপস্থিত ছিলেন। 

প্রতিনিধি দলটি বাংলাদেশে ডাউন সিনড্রোম সচেতনতা মাস উদযাপনের প্রেক্ষাপট ও সেলফ্ এডভোকেসি কর্মসুচি নিয়ে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক অন্তভূক্তি বিষয়ে তাদের অধিকারের কথা তুলে ধরে। এ সময় তারা ডাউন সিনড্রোম ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সম্বলিত ১০ দফা প্রস্তাবনা ট্রাস্টের চেয়ারম্যানের নিকট পেশ করে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলটি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাত করে তাদের অধিকারের কথা তুলে ধরে।

মন্তব্যসাতদিনের সেরা