<p style="text-align:justify">সম্প্রচারের দীর্ঘ আট বছর পূর্তি ও নবম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বল্প পরিসরে আনুষ্ঠানিকতার আয়োজন করেছে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন। গতকাল রবিবার রাত ৮টায় বসুন্ধরা আবাসিক এলাকায় নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রধান কার্যালয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। </p> <p style="text-align:justify">অনুষ্ঠানে আহমেদ আকবর সোবহান বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। আশা করছি, মহা উৎসবের মধ্য দিয়ে দশম বর্ষ পদার্পণের অনুষ্ঠান আয়োজন করতে পারব।’</p> <p style="text-align:justify">গণমাধ্যমের সব সহকর্মীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘আমরা খুবই আনন্দিত প্রথম সারির সংবাদমাধ্যম হিসেবে নিউজ টোয়েন্টিফোর নবম বর্ষে পদার্পণ করেছে। বর্তমানে এই সংবাদমাধ্যম দেশের জনপ্রিয় টিভি চ্যানেলের তালিকায় প্রথম থেকে পঞ্চম নম্বরের মধ্যে রয়েছে। আশা করব, এই চ্যানেলটি অচিরেই প্রথম স্থান দখল করবে।</p> <p style="text-align:justify">আমরা চাই, এমন সময় আসুক, যখন মানুষ নিউজ টোয়েন্টিফোর ছাড়া অন্য কোনো চ্যানেল যেন না দেখে। আমাদের একটিই স্লোগান, সব সময় সত্যি কথা বলতে হবে। টেলিভিশনগুলোকে প্রতিদিন প্রতিক্ষণ পরীক্ষা দিতে হয়। এখানে যেন কেউ কোনো মিথ্যার আশ্রয় না নেয়।</p> <p style="text-align:justify">বসুন্ধরা গ্রুপের মতোই এই গ্রুপের সব সংবাদমাধ্যম নিজ নিজ ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করবে বলে আমি প্রত্যাশা করি। বসুন্ধরা গ্রুপের সঙ্গে বসুন্ধরার সব কর্মীর উন্নয়নে আমি আশাবাদী।’</p> <p style="text-align:justify">অনুষ্ঠান শেষে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপ ডিরেক্টর আহমেদ ইব্রাহিম সোবহান।</p> <p style="text-align:justify">এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকিং (সেক্টর-বি) চিফ অপারেটিং অফিসার রাজীব সামাদ, কালের কণ্ঠ’র প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাংলানিউজ২৪.কমের সম্পাদক জুয়েল মাজহার, ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের নির্বাহী সম্পাদক রাহুল রাহা, কালের কণ্ঠ’র উপসম্পাদক হায়দার আলী, রেডিও ক্যাপিটালের ইনচার্জ রুহুল আমিন রাসেল ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ডেপুটি সিএনই আশিকুর রহমান শ্রাবণ।</p>