kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

মারা গেল বাইডেনের কুকুর

অনলাইন ডেস্ক   

১৯ জুন, ২০২১ ২২:০১ | পড়া যাবে ১ মিনিটেমারা গেল বাইডেনের কুকুর

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জার্মান শেফার্ড কুকুর ‘চ্যাম্প’ মারা গেছে। বাইডেন দম্পতির খুব প্রিয় ছিল এই কুকুরটি। শনিবার কুকুরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। এক টুইট বার্তায় জিল বাইডেন লিখেছেন, ‘আমরা তাকে সবসময় মিস করব’।

এছাড়া হোয়াইট হাউসের এক বিবৃতিতেও চ্যাম্পের মারা যাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে কুকুরটির মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়েছে, এই কুকুরটি ছিল তাঁদের অনেক প্রিয়। তাঁরা এই কুকুরটিকে খুব মিস করবেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, ২০০৮ সালে বাইডেনের পরিবারে যোগ দেয় ‘চ্যাম্প’। বিশ্বের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্টের সর্বক্ষণের সঙ্গী ছিল চ্যাম্প। শুধু হোয়াইট হাউসে নয়, চ্যাম্পকে দেখা যা রূপোলী পর্দাতেও। চ্যাম্প ছাড়াও বাইডেনের আরো একটি কুকুর রয়েছে। ওই কুকুরটির নাম মেজর।

সূত্র: ডেইলি মেইল।সাতদিনের সেরা