<p>মানুষ স্বভাবতই অন্যে সফলতাকে সহ্য করতে পারে না। অন্যের সফলতা দেখে প্রায়ই ঈর্ষান্বিত হয়। কিছু লক্ষণ রয়েছে, যেগুলো দেখলে কেউ আপনার ওপর ঈর্ষান্বিত কি না তা বুঝতে পারবেন। </p> <p>আপনার বেস্ট ফ্রেন্ড বলে দাবি করছে, অথচ আপনার সঙ্গে খারাপ আচরণও করছে। তার কর্মকাণ্ড সম্পর্কে সবসময় আপনাকে বিভ্রান্ত করে। হতে পারে সে আপনার ওপর ঈর্ষান্বিত। এমন ১০টি লক্ষণ রয়েছে, যেগুলো আপনাকে কেউ ঈর্ষা করছে কি না তা খুঁজে বের করতে সাহায্য করবে। </p> <p><strong>নেতিবাচক মন্তব্য </strong></p> <p>যখন কেউ আপনার অর্জন নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করবে, তখন বুঝবেন যে তিনি আপনার ওপর ঈর্ষান্বিত। যদিও মজার ছলে বলছে তবুও  এটা পরিষ্কার যে, তিনি আসলে মজা করছে না।</p> <p><strong>সমর্থন না দেওয়া</strong></p> <p>আপনার অর্জনে খুশি, বা আনন্দ কিছু অনুভব করবে না কেউ কেউ, এর অর্থ আপনার অর্জনে তারা ঈর্ষান্বিত। তারা আপনার অর্জনকে গুরুত্বপূর্ণ মনে করবে না।</p> <p><strong>প্রতিযোগিতামূলক আচরণ</strong></p> <p>সকল বিষয় নিয়ে যখন কেউ সবসময় আপনার সঙ্গে একতরফা প্রতিযোগিতায় নেমে পড়বে, তখন বুঝবেন তিনি আপনাকে ঈর্ষা করছেন।</p> <p><strong>সমালোচনা </strong></p> <p>অন্যদের কাছে আপনার সম্পর্কে গুজব ছড়ানো বা  আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা দুটোই আপনাকে নিয়ে ঈর্ষান্বিত হওয়ার লক্ষণ। তারা চাইবে আপনার পিছনে আপনাকে নিয়ে সমালোচনা করতে। </p> <p><strong>দূরত্ব সৃষ্টি করা</strong></p> <p>আপনার জীবনে সফলতা ধরা দেওয়ার পর পরই অনেকে পাশে থাকবে না। আপনার সঙ্গে একরকম দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে, তখনই বুঝে নিবেন তিনি ঈর্ষান্বিত হচ্ছেন। </p> <p><strong>অনুকরণ</strong></p> <p>আপনার স্টাইল, আইডিয়া বা কৃতিত্বগুলোকে তারা প্রায়ই অনুসরণ করবে। কিন্তু সামনাসামনি তা অস্বীকার করবে।</p> <p><strong>সফলতা অর্জনে বাধা হয়ে দাঁড়াবে</strong></p> <p>তারা ইচ্ছাকৃতভাবে আপনার প্রচেষ্টা, প্রকল্প ও লক্ষ্যগুলো অর্জনে বাধা হয়ে দাঁড়াতে পারে। যাতে আপনি সফল হতে না পারেন।</p> <p><strong>আক্রমণাত্মক মন্তব্য </strong></p> <p>ঈর্ষান্বিত ব্যক্তিরা আপনার দ্বিমুখী প্রশংসা করবে। প্রথমে আপনার পক্ষে সমর্থন দিবে কিন্তু আসলে দিবে না। আসলে তারা আপনাকে নিয়ে ব্যঙ্গ করছে এবং নেতিবাচক প্রশংসা করছে।</p> <p><strong>অসংলগ্ন আচরণ</strong></p> <p>একবার বন্ধুত্বপূর্ণ আচরণ করলে পরে আবার দূরত্ব বজায় রাখবে।</p> <p><strong>ভুল ধরা</strong></p> <p>যখন দেখবেন তারা নিজের ভুলগুলো না দেখে আপনার ভুলত্রুটিগুলো বেশি তুলে ধরছে, তখন বুঝবেন যে তারা আপনাকে ঈর্ষা করছে।</p> <p>সূত্র : টাইমস অব ইন্ডিয়া</p>