<p style="text-align: justify;">গরমের তীব্রতা যেন দিন দিন বেড়েই চলেছে। কোথাওই স্বস্তি পাওয়া যাচ্ছে না। ঘরের ভেতরও যেন ভাপসা গরম। এমনকি এসি ছেড়ে রাখলেও অস্বস্তি কমছে না। এগুলোর সঙ্গে যুক্ত হয়েছে বিরক্তি। আসলে আবহাওয়া আমাদের মনের ওপরও প্রভাব ফেলে থাকে। এসবের জন্য বাসার ভেতর কিছু গাছ রাখতে পারেন, যা তাপ শোষণ করে এবং বাসার পরিবেশ সুন্দর রাখে। এতে স্বস্তি পেতে পারেন। চলুন সে রকমই কিছু ইনডোর প্লান্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। </p> <p style="text-align: justify;"><strong>• স্পাইডার প্লান্ট :</strong> ইনডোর প্লান্ট হিসেবে বেশ জনপ্রিয় এই গাছ আমাদের অনেকের বাসায়ই রয়েছে। এটি ঘরের বাতাস শুদ্ধ রাখার পাশাপাশি বাতাসের আর্দ্রতাও শুষে নেয়। ফলে ঘরের ভাপসা ভাব দূর হয়।</p> <p style="text-align: justify;"><strong>• স্নেক প্লান্ট :</strong> অল্প পানিতে বেঁচে থাকা এই গাছ ঘরের বাতাস থেকে আর্দ্রতা শুষে নিতে সাহায্য করে। যার ফলে অস্বস্তি কম হয়। আবার এই গাছের বেঁচে থাকার জন্য খুব বেশি সূর্যের আলোরও প্রয়োজন হয় না। ঘরের এক কোনায় রেখে দিয়ে সপ্তাহে দু-এক দিন পানি দিলেই ভালোমতো বেঁচে থাকবে এই স্নেক প্লান্ট। </p> <p style="text-align: justify;"><strong>• পিস লিলি :</strong> ঘরের বাতাস পরিশুদ্ধ রাখার পেছনে এই গাছেরও অবদান রয়েছে। এটি পরিচর্যার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই। ঘরের এক কোনায় রেখে দিলেই ভালো থাকবে এটি। তবে খেয়াল রাখতে হবে ওই কোনায় যেন বেশি কড়া রোদ না আসে। সারা বছরই এই গাছে ফুল আসে তাই দেখতেও সুন্দর লাগে। </p> <p style="text-align: justify;"><strong>• ফ্ল্যামিংগো লিলি :</strong> বাতাস থেকে দূষিত পদার্থ শুষে নেওয়ার জন্য ভালো এই গাছে পিস লিলির মতোই সারা বছর ফুল ফোটে। তাই ঘরের যে কোনায় আলো-বাতাস বেশি সেখানে এটি রাখতে পারেন। আলোর পাশাপাশি মাটি একটু ভেজা থাকলেই এই গাছ ভালো থাকবে।</p> <p style="text-align: justify;">সূত্র : আনন্দবাজার</p>