<p>দীর্ঘদিন পর কারাগার থেকে মুক্তি পেয়ে ডিবি কার্যালয়ে এসেছিলেন হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হক। শনিবার (১৮ মে) বিকেলে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এসেছিলেন তিনি।</p> <p>ডিবি সূত্র জানিয়েছে, মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।</p> <p>সাক্ষাৎ শেষে হারুন অর রশীদ কালের কণ্ঠকে বলেন, গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত মোবাইলসহ সঙ্গে থাকা সরঞ্জামাদি ফেরত পেতে তিনি (মামুনুল হক) ডিবি কার্যালয়ে এসেছিলেন।</p> <p>ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, ডিবি প্রধান হারুনের সঙ্গে মামুনুলের বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। পরে তিনি গ্রেপ্তারের সময় সঙ্গে থাকা সরাঞ্জামাদি নিয়ে কার্যালয় ত্যাগ করেন।  </p> <p>এর আগে ৩ মে সকাল ১০টার দিকে কারাগার থেকে মুক্তি পান মামুনুল হক।  ২০২১ সালের ১৮ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।</p>