<p>কোলাইটিস মানে বৃহদন্ত্রের প্রদাহ বা কোলনের প্রদাহ। এই রোগ বড়ই কষ্টদায়ক। প্রচণ্ড পেট ব্যথা হয়। বারবার বাথরুমে যেতে হয়।</p> <p>রোগটির বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ।</p> <p>কোলন বা বৃহদন্ত্রে অনেক সময় ক্ষত হয়। এ থেকে হতে পারে রক্তক্ষরণ আর ডায়রিয়া। প্রদাহ মলাশয়ে ছড়ায়। অনেক সময় পুরো অন্ত্রে ছড়িয়ে পড়ে।</p> <p><strong>কারণ</strong></p> <p>অনেক সময় বংশগত কারণে হয়। যারা অনেক দিন ধরে স্টেরয়েড বা যারা ইমিউন কম্প্রোমাইজড তাদের এ রোগের প্রবণতা বেশি। পরজীবীর কারণে যেমন এমিবার জন্য কোলাইটিস হয়।</p> <p>অজ্ঞাত কারণেও হয়ে থাকে। মূত্র সংক্রমণের জন্য দায়ী ইসকেরেশিয়া কোলাই ব্যাকটিরিয়ার জন্যও কোলাইটিস হয়। অনেক দিন ধরে পেট খারাপ থাকলে এবং মলের সঙ্গে রক্ত পড়লে বলা হয় ক্রোনস ডিজিজ। এটাও এক রকমের কোলাইটিস। অনেক সময় টিবি কোলনে বাসা বাঁধলে হতে পারে কোলাইটিস।</p> <p>এ ধরনের সমস্যা হলে নিজে থেকে ওষুধ খাওয়া ঠিক না। পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।</p> <p><strong>উপসর্গ</strong></p> <p>♦  উপসর্গ হতে পারে মৃদু, মাঝারি বা গুরুতর।</p> <p>♦  পেট খারাপ</p> <p>♦  পেটে খুব ব্যথা</p> <p>♦  মলদ্বারে হতে পারে জ্বালা-যন্ত্রণা</p> <p><strong>রোগ নির্ণয়</strong></p> <p>পরীক্ষা-নিরীক্ষার জন্য কোলোনস্কপি করতে হবে।</p> <p><strong>চিকিৎসা</strong></p> <p>♦  উপসর্গ নিয়ন্ত্রণে রাখা</p> <p>♦  উপসর্গ ফিরে রাখা ঠেকানো</p> <p>♦  খেতে হবে সুষম খাদ্য, আঁশসমৃদ্ধ খাবার</p> <p>♦  কিছু খাবার এড়াতে হবে। যেমন দুধ আর দুগ্ধজাত খাবার</p> <p>♦  যেসব খাবার মনে হয় উপসর্গ উসকে দেয় সেগুলো বাদ দিলেই ভালো</p> <p>♦  কিছু ওষুধ বাদ দেওয়া ভালো, যেমন এনএসআইডি, স্টেরয়েড তবে কোলাইটিস হলে মন খারাপ নয়। নিয়ন্ত্রিত জীবন যাপন করলে, বুঝে-শুনে খেলে, নিয়মিত ব্যায়াম করলে, আর প্রয়োজন মতো চিকিৎসা নিলে স্বাভাবিক জীবনে ফেরা যাবে।</p>