<p>প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে চাকরি মেলার আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। ১০ ফেব্রুয়ারি ২০২৪ (শনিবার) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোতে এই মেলা চলবে দিনব্যাপী।</p> <p>চাকরিপ্রার্থীদের ৭ কপি জীবনবৃত্তান্তসহ স্বশরীরে মেলায় অংশ নিতে অনুরোধ করা হয়েছে বিসিসির বিজ্ঞপ্তিতে।    </p> <p><br /> এ মেলায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের ইমেইলে (jobfairpwdbcc2024@gmail.com) জীবনবৃত্তান্ত পাঠাতে হবে অথবা চাইলে অনলাইনেও আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের লিংক: <a href="https://emporia.bcc.gov.bd/jobportal/job-fair" target="_blank">https://emporia.bcc.gov.bd/jobportal/job-fair</a></p> <p>এই চাকরি মেলা আয়োজনের অন্যতম প্রধান সহযোগিতাকারী প্রতিষ্ঠান সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)।</p>