টিকটককে দমিয়ে রাখতে ব্যবসায়িক পরামর্শ প্রদানকারী এক প্রতিষ্ঠানকে অর্থ দেওয়ার অভিযোগ উঠেছে মেটার বিরুদ্ধে। ব্যবসায়িক পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠানটির নাম ‘টার্গেটেড ভিক্টরি’।
সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের কাছে এ বিষয়ে একটি চিঠি ফাঁস হয়েছে। সেখানে এমন এক প্রচারণা চালানোর পরিকল্পনার কথা উল্লেখ করা হয় যেখানে টিকটককে ‘যুক্তরাষ্ট্রের শিশুদের জন্য বিপদজনক’ হিসেবে তুলে ধরার প্রয়াস চলছিলো।
বিজ্ঞাপন
প্রচার অভিযানটির নাম দেওয়া হয় ‘বেয়ার ন্যাকেল’।
যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সংবাদ মাধ্যমের সম্পাদকদের কাছ থেকে টিকটকের বিরুদ্ধে বক্তব্য যোগাড়ের চেষ্টা চলছিল।
‘ফ্রম ডান্স টু ডেঞ্জার’ নামের শিরোনাম দিয়ে একটি রিপোর্ট ছাপানোর তোড়জোর চলছিল-এমনটাই জানা গেছে ফাঁস হওয়া ইমেইল থেকে। সম্পাদকদের কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখও করা হয় এসবের পেছনে মেটার অর্থায়ন আছে।
এ বিষয়ে মেটার মুখপাত্র বলেন, ‘টিকটকসহ অন্যান্য প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান জনপ্রিয়তার সঙ্গে সঙ্গতি রেখে তাদের ওপর নজরদারি চালানো উচিত। ’
টার্গেটেড ভিক্টরির প্রধান নিবার্হী জ্যাক মফেট বলেন, ‘ওয়াশিংটন পোস্টের মূল পয়েন্টগুলো পুরোপুরি মিথ্যা। আমাদের কাজকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। ’
সূত্র : বিবিসি