<p>ব্রিটিশ সংগীতশিল্পী ও জনপ্রিয় ব্যান্ড ওয়ান ডিরেকশনের সদস্য লিয়াম পেইন মারা গেছেন। বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫ টায় আর্জেন্টিনার বুয়েনস এইরেসের একটি হোটেলের বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে।</p> <p>সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, পুলিশের বিবৃতিতে বলা হয়েছে ৩১ বছর বয়সী লিয়াম হোটেলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যাওয়ার পর মারা গেছেন। ধারণা করা হচ্ছে, মাদক বা অ্যালকোহলের প্রভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন পেইন। এরপর হোটেলের বারান্দা থেকে লাফিয়ে পড়েন। </p> <p>হোটেল ম্যানেজার জানিয়েছেন, তিনি হোটেলের পেছনে একটি বিকট শব্দ শুনেছেন। পুলিশ সেখানে পৌঁছে দেখতে পায়, একজন সেখানে বাইরে পড়ে আছেন।</p> <p>জানা গেছে, গত ২ অক্টোবর আর্জেন্টিনায় একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন গায়ক। এরপর দেশটিতেই অবস্থান করছিলেন তিনি। পেইনের মৃত্যুর খবরে সেই হোটেলের বাইরে অসংখ্য ভক্ত ভিড় জমান। গায়কের এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। </p> <p>ওয়ান ডিরেকশন ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট ছিলেন পেইন।  মাত্র ১৬ বছর বয়সেই ওয়ান ডিরেকশনের অংশ হন পেইন। ২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যায়। এর পর থেকে এই ব্যান্ডের শিল্পীরা এককভাবে কাজ করছেন। একাধিক অ্যালবামে হ্যারি স্টাইল, জেইন মালিকের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পেইন।</p>