<p><em>দুর্গাপূজা উপলক্ষে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কুসুম সিকদারের ‘শরতের জবা’। ছবিটিতে বেলী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে নিদ্রা দে নেহার। পূজা, প্রথম ছবি এবং অন্যান্য কাজ নিয়ে কথা বলেছেন তিনি। </em></p> <p><strong>একদিকে আপনাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এর মধ্যেই বড় পর্দায় অভিষেক। আনন্দটা দ্বিগুণ নিশ্চয়ই?</strong></p> <p>দ্বিগুণ না, অনেক বেশি। অলরেডি আজ [গতকাল] থেকে পূজার ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। বাড়ি থেকে মা-বাবাকে নিয়ে এসেছি। কাল [আজ] পুরো পরিবার, বন্ধু-স্বজন সবাই মিলে সিনেমাটা দেখব, পূজাও দেখব, ঘুরব। এটা আমার বিবাহিত জীবনেরও প্রথম পূজা। আবার এর মধ্যেই প্রথম ছবি মুক্তি। সব মিলিয়ে এই পূজা অনেক স্পেশাল।</p> <p> </p> <p><strong>বড় পর্দায় প্রথম ছবি মুক্তি নিয়ে একটু নার্ভাস লাগছে কি?</strong></p> <p>ঠিক নার্ভাসনেস না, বলতে পারেন এক্সাইটমেন্ট। নার্ভাসনেস ছিল ওয়েব ছবি ‘আন্তঃনগর’ মুক্তির আগে। তখন আমি একেবারেই নতুন ছিলাম। কোনো ফিকশনে কাজ করা হয়নি। ফলে ‘আন্তঃনগর’-এ দর্শক কিভাবে আমাকে গ্রহণ করে, তা নিয়ে অনেক চিন্তায় ছিলাম। সেখানে যদি আমি বাজে অভিনয় করতাম, তাহলে বড় পর্দায় ডাক পেতাম না। এখন বড় পর্দায় অভিষেক হচ্ছে, এটা নিয়ে খুব এক্সাইটেড আমি। মাল্টিপ্লেক্সগুলোতে কেমন টিকিট বিক্রি হচ্ছে, তার খোঁজ নিচ্ছি। সিনেমা হিট বা ফ্লপ দিয়ে আমার আসলেই কিছু যায় আসে না। আমি শুধু চাই, মানুষ আমাকে বেলী [ছবিতে নেহার চরিত্র] হিসেবে দেখুক। তাঁদের প্রতিক্রিয়া জানাটা জরুরি।</p> <p> </p> <p><strong>এখন শরৎকাল, আপনার ছবির নামও এই ঋতুর নামে, আবার সেটা মুক্তিও পাচ্ছে শরতে। বাস্তবে নেহার জীবনে কোন ঋতু চলছে? </strong></p> <p>বসন্ত। আসলেই জীবনটা বসন্তের মতো কাটছে। এ জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। অনেকেরই তো অভিষেক হয়। কিন্তু শোবিজের মানুষ, সংবাদকর্মী সবাই যেভাবে আমাকে সহযোগিতা করছেন, এটার জন্য আমি কৃতজ্ঞ। কুসুম সিকদার দিদির প্রতিও আমি কৃতজ্ঞ, তিনি না থাকলে হয়তো এত দ্রুত বড় পর্দায় আমার অভিষেক হতো না। আরেকটা মজার ব্যাপার বলি, আমরা এ ছবির শুটিংও করেছিলাম ২০২২ সালের শরৎকালে। এখন শরৎকালেই ছবিটা মুক্তি দিলেন কুসুম দিদি। তাঁর এই চিন্তাটা আমার খুব ভালো লেগেছে।</p> <p> </p> <p><strong>‘শরতের জবা’ নিয়ে জানতে চাই...</strong></p> <p>এ ছবিতে থ্রিল, হরর, রোমান্স, কষ্ট- সবই আছে। এখানে দুটো সময়ের গল্প বলা হয়েছে। একটি সময়ে কুসুম সিকদার দিদি জবার চরিত্রে, আর বর্তমানের সময়ে আমি বেলী। জবা ও বেলীর মাধ্যমে গল্পটা সমান্তরালে এগিয়ে যায়। আমার কাছে ছবিটার একটা বিষয় দারুণ লেগেছে, ছবির প্রধান দুই চরিত্রের নামই ফুল। ফুল সব সময়ই খুব সুন্দর, কোমল হয়। আমাদের চরিত্রগুলোও ফুলের মতোই। আমি এ পর্যন্ত যত চরিত্রে অভিনয় করেছি, কাকতালীয়ভাবে অধিকাংশই ফুলের নাম। প্রথম কাজ মোস্তফা সরয়ার ফারুকীর ‘আমার বাংলাদেশ’ বিজ্ঞাপনে জুঁই চরিত্রে অভিনয় করেছি। সেই জুঁই থেকে এখন বড় পর্দার বেলী, এখানে থেমে থাকতে চাই না, সামনে আরো সুগন্ধ ছড়াতে চাই।</p> <p> </p> <p><strong>ফাখরুল আরেফিন খানের ‘নীল জোছনা’য় অভিনয় করেছেন। ছবিটার কাজ কতদূর?</strong></p> <p>শুটিং শেষ প্রায়। শুধু একটি রোমান্টিক গানের দৃশ্যায়ন বাকি। দেশের সার্বিক পরিস্থিতির কারণে কাজ থেমে আছে। শিগগিরই কাজটা হয়ে যাবে। এ ছবিতে আরো আছেন পাওলি দাম, এফ এস নাঈম, মেহের আফরোজ শাওন, পার্থ বড়ুয়া। আর আমাদের অভিনয় নির্দেশক হিসেবে ছিলেন আফসানা মিমি। এতজন গুণী শিল্পীর সঙ্গে এই বয়সেই কাজ করতে পেরেছি, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। ক্যারিয়ারের প্রথম থেকেই ভাগ্যটা আমার সঙ্গে আছে। ফারুকী ভাই যখন আমাকে ডাকেন, তখন আমি কিছুই না। তাঁর সঙ্গে কাজের জন্য হাজারজন অপেক্ষায় থাকেন। সৌভাগ্যবশত আমি ডাক পেয়েছি। এরপর সময়মতো ওটিটির কাজ পেয়েছি, বড় পর্দার ছবি করেছি। এখানে নিজের কৃতিত্ব যদি থাকে, তা হলো ধৈর্য। প্রচুর কাজের প্রস্তাব পেয়েছি, সেখান থেকে বুঝে-শুনে ধৈর্য ধরে কাজ বেছে নিয়েছি।</p> <p> </p> <p><strong>ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’-এ মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন। অভিজ্ঞতা কেমন?</strong></p> <p>এটার শুটিং শেষ। পরিচালনা করেছেন কাজী আসাদ। এখানে তিনটি গল্প আছে, এর মধ্যে ‘হাঁসের সালুন’ নামের একটি গল্পে আমি আর মোশাররফ করিম ভাই অভিনয় করেছি। হরর-থ্রিলার ধাঁচের গল্প, খুবই ব্যতিক্রম। শুটিংয়ে যাওয়ার আগেই আমি শুনেছি, মোশাররফ ভাই খুব ভালো অভিনয় নির্দেশনা দিতে পারেন। তো শুটিংয়ে প্রথম শট দেওয়ার পরই আমি নিজ থেকে তাঁর কাছে গিয়েছি, সব ঠিকঠাক আছে কি না, বোঝার চেষ্টা করেছি। ছোটখাটো কিছু বিষয় আছে, যেটা করলে পর্দায় একটা ম্যাজিক তৈরি হয়, সেগুলো তিনি খুব ভালো জানেন। আমি তাঁর এত জুনিয়র, তবু তিনি যৌক্তিকভাবে আমার অভিনয়-দৃশ্যগুলো ধরিয়ে দিয়েছেন।</p> <p> </p> <p><strong>পূজা কোথায়, কিভাবে কাটবে?</strong></p> <p>অষ্টমীতে [আজ] কুসুম দির সঙ্গে বিভিন্ন প্রেক্ষাগৃহে যাওয়ার চেষ্টা করব, ‘শরতের জবা’ দেখে দর্শক কেমন ফিডব্যাক দিচ্ছেন, তা দেখব। আর নবমী-দশমী ঢাকাতেই থাকব, পরিবার নিয়ে পূজা উদযাপন করব।</p>