<p>ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন শুরু থেকেই সরব ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হূমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের মৃত্যুও ব্যথিত করেছে এই অভিনেত্রী ও গায়িকাকে। এ কারণেই নানা বিষয় তুলে ধরে পোস্ট করছেন সামাজিক মাধ্যমে। তার পোস্টে বোঝা যায় এই আন্দোলন ঘিরে সহিংসতা তাকে কতটা বিদ্ধ করেছে।</p> <p>যেমন , আজ দুপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত আট শিশুর একটি ছবি পোস্ট করেন। তারপর লেখেন, ‘দম বন্ধ লাগছে। জুলাই মাস আগে থেকেই আমার জন্য একটি বিষণ্নতার মাস ছিল। কিন্তু ২০২৪-এর জুলাইয়ের শেষ ১৩ দিন যেন সব কিছু ছাড়িয়ে গেল।’</p> <p>তিনি আরো যুক্ত করে লেখেন, ৮ জোড়া নিষ্পাপ চোখ আমাকে ঘুমাতে দেয় না। রেসিডেনসিয়াল মডেল কলেজের ফারহান ফাইয়াজের পড়ার টেবিলের ছবি দেখে চোখ ঝাপসা হয়ে ওঠে। ছেলেটা নিষাদের চেয়ে মাত্র কয়েক মাসের বড় ছিল!</p> <p>তিনি গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে বলেন, ফেসবুকে ঢুকলেই বাচ্চা বাচ্চা ছেলেদের টেনেহিঁচড়ে গ্রেপ্তারের দৃশ্য! আর সারাক্ষণ কানে বাজে একটা কণ্ঠ- ‘এই পানি লাগবে কারোর, পানি পানি…।’</p> <figure class="image"><img alt="1" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/05-11-2023/শাওন (5).jpg" width="1000" /> <figcaption>নিহত এই আটজনের ছবি পোস্ট করেছেন শাওন</figcaption> </figure> <p> </p>