<p>বলিউডের সবচেয়ে প্রভাবশালী নির্মাতাদের মধ্যে অন্যতম ভাট পরিবারের মহেশ ভাট। বলিউডে যেমন তার প্রভাব, তেমনি ব্যক্তি জীবনেও মোটামুটি ভয় ডরহীন তিনি। যেকোনো বিষয়ে নিজের মতামত প্রকাশ করতে দ্বিধা করেন না বিন্দুমাত্র। প্রায়ই বিভিন্ন বিষয়ে সমালোচনার মুখে পড়তে দেখা যায় তাকে। কখনো সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের গুঞ্জনে তো কখনো নিজের মেয়ের সঙ্গেই অদ্ভুত সব কাণ্ডের কারণে! মহেশ ভাটকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ চলেই নেটিজেনদের মাঝে। তবে এবার নেটিজেনদের এসব বিদ্রুপের জবাব দিলেন এই নির্মাতা।</p> <p>ব্যঙ্গ বিদ্রুপ ও গুঞ্জন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মহেশ ভাট। জুম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মহেশ জানিয়েছেন, তিনি ট্রোলকে ভয় পান না। মিডিয়ায় তার ও তার সন্তানদের প্রতি ঘৃণা নিয়ে নীরবতার কারণ জানতে চাওয়া হলে আলিয়ার বাবা বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের একটি লাইন আছে, ‘নিষ্ক্রিয়তাই কর্ম’। আমি যখন এই নিয়ে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছি, তখন এটাই আমার অ্যাকশন। সুতরাং, সেখানে ট্রোলার বা আমার প্রতিপক্ষরা জানে যে আমি শক্তি থেকে এসেছি, কাপুরুষতা থেকে নয়। আমি ভীতসন্ত্রস্ত মানুষ কোনওদিনই ছিলাম না।”</p> <figure class="image"><img alt="5" height="529" src="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQIjA21fxVhi-g_8wSsmHyEHEJdx1aKKoJMtw&s" width="400" /> <figcaption><sup><em>মহেশ ও পূজা ভাটের সেই ছবিটি</em></sup></figcaption> </figure> <p>‘আমার ওদের (নিজের সন্তানদের) রক্ষা করার কিছু নেই! রক্ষা করার কী আছে? আমি যেমন নিজের যত্ন নিয়েছি তেমনি আমার বাচ্চারা নিজেরাই নিজেদের যত্ন নেবে। আর যদি প্রয়োজন হয়, আমি একজন ফায়ারওয়াল। তোমাকে আগে আমাকে টপকাতে হবে, ওদের কাছে পৌঁছাতে। বর্তমানে বাস্তব জগতের চেয়ে ভার্চুয়াল জগৎ বেশি মূল্যবান হয়ে উঠছে বলে মনে হয়। তবে আমার কাছে নয়। আমি মনে করি ক্যামেরার সামনে কান্নাকাটি করার থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ, ফিল্ডে নেমে কিছু করা।’</p> <p>এর আগে মহেশ ভাট ও তার বড় মেয়ে পূজার একটি ছবি ব্যাপক ভাইরাল হয় অনলাইনে। যেখানে মেয়ের ঠোঁটে চুমু দিতে দেখা যায় মহেশকে। তবে সেই ছবি প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেত্রী পূজা ভাট। গত বছরের শেষের দিকে সিদ্ধার্থ কান্নানকে দেয়া এক সাক্ষাৎকারে পূজা ভাট বলেন, ‘আমি এটিকে খুব স্বাভাবিকভাবে দেখি। দুর্ভাগ্যবশত, এটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। প্রায়ই দেখবেন, আপনার সন্তান বলছে, মাম্মি-পাপা, আমাকে একটি চুমু দাও। এই বয়সেও আমি আমার বাবার কাছে ১০ পাউন্ডের একটি শিশু। আমার বাবা আমার কাছে এমনই থাকবেন।’</p> <p>চুমুর ছবির ভিন্ন অর্থ দাঁড় করিয়েছিলেন মানুষ। তা উল্লেখ করে পূজা বলেছিলেন, ‘এটি এমন একটি মুহূর্ত ছিল, যা একেবারেই নিষ্পাপ। বিষয় যাই হোক না কেন, মানুষ সেটাকে নিজের মতো পড়বেন, নিজের মতো অর্থ দাঁড় করাবেন। এটা তো আমি বন্ধ করতে পারব না। আপনি যদি বাবা-মেয়ের সম্পর্ককে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখেন তাহলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। তারপরও আমরা পারিবারিক মূল্যবোধ নিয়ে কথা বলি।’</p> <p>‘মঞ্জিলিন অউর ভি হ্যায়’ দিয়ে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন মহেশ ভাট। পরে ‘অর্থ’, ‘সারাংশ’, ‘নাম’, ‘ড্যাডি’, ‘আশিকি’, ‘দিল হ্যায় কি মানতা নেহি’ এবং ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’র মতো সিনেমা দিয়ে তিনি খ্যাতি অর্জন করেন। তিনি জখমের জন্য সমালোচকদের প্রশংসাও পেয়েছিলেন। এরপর রাজ, মার্ডার, জেহের, কালিউগ, গ্যাংস্টার, বো লামহে, জান্নাত, রাজ - দ্য মিস্ট্রি কন্টিনিউস, মার্ডার ২, জান্নাত ২, রাজ ৩ এবং আশিকি ২-এর মতো বাণিজ্যিক হিট সিনেমা প্রযোজনা করেছিলেন। প্রযোজক হিসেবে নির্মাতার সর্বশেষ সিনেমা ছিল বরুণ মিত্র-রিয়া চক্রবর্তী অভিনীত ‘জালেবি।’</p>