<p>সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। নিয়ম ও শুভ তিথি মেনে রবিবার (৯ জুন) সন্ধ্যা ৭.১৫ মিনিটে শপথ গ্রহণ করেন মোদি। সেই অনুষ্ঠানে যোগ দিতে দিল্লির রাষ্ট্রপতি ভবনে হাজির হন দেশের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বরা। হাজির ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে অতীতের তিক্ততা ভুলে মোদিকে বরণ করতে হাজির হন কিং খান।</p> <p>গত বছর বলিউডে রেকর্ড গড়া চলচ্চিত্র ‘জওয়ান’-এ শাহরুখ শিখিয়েছিলেন আঙুলের সদ্ব্যবহার। লোকসভা নির্বাচনের সময়ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের কথা শোনা গিয়েছিল শাহরুখ খানের মুখে। এবার তৃতীয়বার দিল্লির মসনদে নরেন্দ্র মোদিকে স্বাগত জানালেন কিং খান।</p> <p>রবিবার (৯ জুন) দুপুরেই মুম্বাইয়ের প্রাইভেট বিমানবন্দরে কালিনায় বাদশাকে প্রবেশ করতে দেখে জল্পনা শুরু হয়েছিল। পাপারাজ্জিদেরও এড়িয়ে যান তিনি। সেই থেকেই মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে জল্পনার সূত্রপাত! ঘড়ির কাঁটায় সন্ধা পৌনে সাতটা বাজতেই সব জল্পনার অবসান। রাষ্ট্রপতি ভবনে নজর কাড়ল শাহরুখের ঝলমলে উপস্থিতি। অক্ষয় কুমার, মুকেশ আম্বানি, গৌতম আদানিদের সঙ্গে দেখা গেল তাকে।</p> <figure class="image"><img alt="1" height="300" src="https://www.m9.news/wp-content/uploads/2024/06/shah-rukh-khan-modi-ceremony.jpg" width="400" /> <figcaption><sup><em>মোদির শপথ অনুষ্ঠানে শাহরুখ খান</em></sup></figcaption> </figure> <p>এই প্রথমবার দেশের কোনও প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে বলিউড বাদশা। শাহরুখপুত্র আরিয়ান খান মাদককাণ্ডের সময় বিজেপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন কিং ভক্তরা! সেইসময়ে বাদশার পাশে দাঁড়িয়ে মহারাষ্ট্র সরকার আঙুল তুলেছিল বিজেপির গেরুয়া শিবিরের দিকে। আরিয়ান জেলে থাকাকালীন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দুষেছিলেন মোদিকে। তবে সেসব এখন অতীত। প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় ইনিংসে শুভেচ্ছা জানাতে রাষ্ট্রপতি ভবনে হাজির শাহরুখ খান। বন্ধু-অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গেও খোশমেজাজে ফ্রেমবন্দি হলেন কিং। সঙ্গে ছিলেন তার সবসময়কার ছায়াসঙ্গী ও ম্যানেজার পূজা দাদলানিও। </p> <p>নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলে বলিউডের নামিদামি তারকারা। বলিউড তারকাদের মধ্যে ছিলেন অভিনেতা রজনীকান্ত, অক্ষয় কুমার, বিক্রান্ত ম্যাসে, পরিচালক রাজকুমার হিরানি, অনুপম খের, নব নির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত, অনিল কাপুর সহ দক্ষিণের অনেক জনপ্রিয় মুখ। শপথ অনুষ্ঠানে তারকাখচিত ছিল রাষ্ট্রপতি ভবন। শাহরুখের সঙ্গে বিজেপির সম্পর্ক তেমন একটা জোরালো না হলেও অক্ষয়কে বিজেপির ঘরের ছেলেই বলা হয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও অক্ষয় কুমারের সম্পর্ক চোখে পড়ার মতো। তবে অতীতের সব বিবাদ ভুলে শপথ অনুষ্ঠানে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে বলিউড বাদশা শাহরুখ খানকে।</p>