<p style="margin-bottom:13px">নাটকটি রিলিজ হয়েছে মাত্র দুই দিন। এরই মধ্যে ভিউ হয়েছে দুই মিলিয়ন। বলা যায় ২০ লক্ষ বারের বেশি নাটকটি দেখেছেন দর্শক। নাটকটির নাম ‘মাধবীলতা’। এটি নির্মাণ করেছেন রোমান্টিক নাটকের জন্য সব সময় জনপ্রিয় নির্মাতা প্রবীর রায় চৌধুরী। এমনিতেই তিনি নির্মাণ করেন খুব কম। বিভিন্ন উৎসবে একটি বা দুটি নাটকে নির্মাণে দেখা যায় তাকে। সে হিসাবে এই নাটকটি নির্মাণ করা হয়েছিল ঈদকে ঘিরে। কিন্তু ঈদে রিলিজ না হলেও এটি রিলিজ হয়েছে গত ১৪ মে। তার পর থেকেই দর্শকরা লুফে নিয়েছেন নাটকটি।</p> <p>দেরিতে এলেও মুক্তির পর দর্শকরা যেন ভালো লাগা খুঁজে পেয়েছেন নাটকটিতে। ভিউ এবং প্রশংসায় সমানতালে এগিয়ে যাচ্ছে এটি। মন্তব্যের ঘরে সব ইতিবাচক বন্দনা।</p> <p>দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন জানিয়ে নির্মাতা প্রবীর রায় চৌধুরী বলেন, ‘রিলিজ এর পর থেকে দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছি। অনেক পুরনো ফ্রেন্ড, পরিচিতজনরা নক দিয়ে, ফোন দিয়ে প্রশংসা করছে। অনেক কষ্টের পর এই প্রাপ্তি সত্যি আনন্দ দেয়। দর্শকদের এমন ভালোবাসা পেলে কাজ করার আরো কয়েক গুণ বেড়ে যায়। ভবিষ্যতে চেষ্টা থাকবে দর্শকদের সব সময় ভালো কিছু উপহার দেওয়ার। জোভান ও কেয়া পায়েল সবাই অনেক উচ্ছ্বসিত।’</p> <p>নাটকির বেশির ভাগ অংশের শুটিং হয়েছে বান্দরবানের মনোরম লোকেশনে। দর্শকদের পছন্দের এটিও একটি কারণ। </p> <p> ‘মাধবীলতা’ নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল প্রমুখ। নাটকটি দেখা যাচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।</p>