<p>শুক্রবার টেলর সুইফটের কনসার্ট দেখতে আসা এক ভক্তের মৃত্যুতে নিজের পরবর্তী কনসার্টটি স্থগিত করেছেন বিশ্বখ্যাত পপকুইন টেলর সুইফট। শনিবার রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হতে যাওয়া তার ইরাস ট্যুরের নির্ধারিত কনসার্টটি স্থগিত করেন গায়িকা। শুক্রবার তার কনসার্টের কিছুক্ষণ আগে একজন ভক্ত মারা যায়। মাঠেই হার্ট অ্যাটাকের শিকার হয় সেই ভক্ত। যে ঘটনা ব্যথিত করেছে গায়িকাকে। নিজের ইনস্টাগ্রামে সেই ভক্তের জন্য শোকবার্তাও লেখেন সুইফট। এরপর শনিবারের কনসার্টটি বাতিল ঘোষণা করেন। </p> <p>কনসার্ট বাতিলের বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়ে সুইফট লেখেন, ‘আমার ভক্ত, সহকর্মী এবং ক্রুদের নিরাপত্তা সবার আগে থাকতে হবে এবং সব সময়ই থাকবে।’</p> <p>এই মুহূর্তে অস্বাভাবিক তাপপ্রবাহের সম্মুখীন হয়েছে ব্রাজিল। দেশটিতে স্বাস্থ্য সতর্কতাও জারি করা হয়েছে। দেশটিতে তাপ সূচক রেকর্ড করেছে, যা শুক্রবার ৫৯.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল এবং শনিবার ৫৯.৭ ডিগ্রি সেলসিয়াস।</p> <p>শনিবার কনসার্ট বাতিল করলেও রবিবার থেকে নির্ধারিত শিডিউলেই অনুষ্ঠিত হবে বাকি কনসার্টগুলো।</p> <figure class="image"><img alt="1" height="338" src="https://ichef.bbci.co.uk/news/976/cpsprodpb/115E0/production/_131763117_7e1cca8ff1a41231c894b435afd723d7b530e2140_625_6000_33751000x563.jpg" width="600" /> <figcaption><sub><em>সুইফটের কনসার্টস্থলে অপেক্ষারত দর্শক অনুরাগীরা</em></sub></figcaption> </figure> <p>এর আগে ভক্তের মৃত্যুর খবরে বেশ মুষড়ে পড়েন গায়িকা। শোক জানিয়ে ইনস্টাগ্রামে একটি শোকবার্তায় সুইফট বলেন, ‘আমার অনুষ্ঠানের রাতে একজন ভক্তকে হারিয়েছি আমি। আমি প্রকাশ করতে পারছি না যে এই ঘটনায় কতটা বিধ্বস্ত হয়েছি। যদিও তার সম্পর্কে আমার কাছে খুব একটা তথ্য নেই, তবে সে অবিশ্বাস্য সুন্দর এবং কম বয়সী ছিল।’</p> <p>সুইফট তার শোকবার্তায় আরো লেখেন, ‘আমি মঞ্চ থেকে এ বিষয়ে কথা বলতে পারব না কারণ আমি যখন এই বিষয়ে কথা বলার চেষ্টা করি তখন আমি প্রচণ্ড শোক অনুভব করি। আমি এখন বলতে চাই আমি এই ক্ষতি গভীরভাবে অনুভব করছি এবং তার পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি। যখন আমরা এই সফরটি ব্রাজিলে আনার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন আমি ভাবিনি এমন কিছু ঘটবে।’</p> <p>এদিকে রিওর মেয়র এডুয়ার্ডো পেস এক্সে (টুইটার) পোস্ট করে জানিয়েছেন, করসার্টে যা ঘটেছে তা কষ্টদায়ক। তিনি শোয়ের প্রযোজকদের অতিরিক্ত জল বিতরণ পয়েন্ট এবং স্ট্যান্ডবাইয়ে আরো জরুরি পরিষেবাসহ বেশ কয়েকটি পরিবর্তন আনার অনুরোধ জানিয়েছেন।</p> <p>টেলর সুইফটের কনসার্ট দেখতে এসে মারা যাওয়া সেই ভক্তের নাম বেনেভিডেস বলে জানা গেছে। অনুষ্ঠানস্থলে হার্ট অ্যাটাকের শিকার হন। পরে তাকে সালগাদো ফিলহো মিউনিসিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। সেখানে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।</p> <p>সূত্র : বিবিসি নিউজ</p>