<p>মুক্তি পেয়েছে সালমান খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টাইগার ৩’। দীপাবলিতে মুক্তির পর থেকেই বক্স অফিসে চালকের আসনে রয়েছে সালমানের টাইগার। সিনেমাটির অন্যতম আকর্ষণ ‘পাঠান’খ্যাত শাহরুখ খানের ক্যামিও উপস্থিতি। সালমানকে বাঁচাতে শাহরুখের আগমনের সেই দৃশ্য রীতিমতো ঝড় তুলেছে ভক্তদের মাঝে। উভয় তারকাদের ভক্তদের কাছে, এটিই সিনেমার সেরা দৃশ্য। তবে কিছু ভক্ত লাগিয়ে দিয়েছেন রীতিমতো যুদ্ধ! </p> <p>বলিউডে সালমান খান ও শাহরুখ খান সবচেয়ে পুরনো বন্ধু। ক্যারিয়ারের শুরু থেকেই একে অন্যের সাপোর্ট হয়েছেন একাধিকবার। মাঝে বেশ কিছু বছর দুজনের মাঝে দ্বন্দ্বের দেয়াল ছিল। একে অন্যের মুখ পর্যন্ত দেখেননি। সেই সময় উভয়ের ভক্তকুলের মাঝেই তৈরি হয়েছে এক যুদ্ধের আবহ। তবে সময়ের পরিক্রমায় সালমান-শাহরুখের দ্বন্দ্ব মিটে গেছে, বন্ধুত্ব হয়েছে আরো গভীর। তবে উভয় তারকার ভক্ত অনুরাগীদের মাঝে যেন সেই প্রতিযোগিতা রয়েই গেছে। সামাজিক মাধ্যমে প্রায়ই এই দৃশ্য লক্ষ করা যায়। যেখানে একে অন্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পর্দায় হাজির হচ্ছেন দুই খান, সেখানে ভক্তদের লড়াইয়ে উত্তপ্ত হয়ে থাকে বিনোদন অঙ্গন।</p> <p><img alt="1" height="315" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/saikot/shah-rukh-khan-salman-khan-were-a-hilarious-riot-in-this-viral-video-from-sonam-kapoors-wedding-chhedofying-her-mom-sunita-kapoor-who-went-someone-control-them.jpg" width="600" /></p> <p>চলতি বছর শাহরুখ খানের পরপর দুটি ব্লকবাস্টার সিনেমা বক্স অফিসে কাঁপিয়েছে। আর শাহরুখ ভক্তরাও নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। তবে থেমে নেই সালমান ভক্তরা। এর আগে শাহুরুখের পাঠানে সালমান খানের ক্যামিও উপস্থিতি সিনেমাটির হাইপ অনেক বাড়িয়ে দিয়েছে। পাঠানের সাফল্যের পর সালমান ভক্তদের দাবি, সালমান খানের জন্যই পাঠান এত বড় সাফল্য পেয়েছে। সামাজিক মাধ্যমেও ব্যাপক কাদা ছোড়াছুড়ি লক্ষ করা গেছে তখন। অবশ্য সালমান খান নিজেই স্বীকার করেন, শাহরুখের সাফল্যে শুধুই তার পরিশ্রমের অবদান। আর কারো নয়। এরপর জওয়ান মুক্তির পরও সালমান ভক্তরা শাহরুখ খানের বক্স অফিস রেকর্ডকে চ্যালেঞ্জ জানিয়েছে। সালমান খানের ‘টাইগার ৩’ শাহরুখের জওয়ানের রেকর্ড ভেঙে দেবে। যদিও ‘টাইগার ৩’ মুক্তির পর জওয়ানের রেকর্ডের চেয়ে বেশ পিছিয়েই আছে। আর এখন শাহরুখ ভক্তরাও নতুন করে আক্রমণে নেমেছে। তাদের মতে, শাহরুখের ক্যামিও দিয়েই সালমানের ‘টাইগার ৩’ কোনো রকমে পার পেয়ে যাবে! কারো কারো মতে, শাহরুখ খানের রেকর্ডের কাছেই যেতে পারবেন না সালমান খান।</p> <p><img alt="1" height="524" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/saikot/ElyfXmcUcAAnWwG.jpg" width="600" /></p> <p>শাহরুখ সালমানের অনুরাগীদের দ্বন্দ্বে এখন টুইটারেও ট্রেন্ড করছে অদ্ভুত সব হ্যাশট্যাগ! কোথাও লেখা হচ্ছে ‘টাইগার কা বাপ পাঠান’, কোথাও আবার লেখা আছে, ‘পাঠান কা বাপ টাইগার।’ কোথাও তো আরো ভয়ংকর সব হ্যাশট্যাগ দেখা যাচ্ছে। কেউ লিখেছেন, ‘মান্নাত কা লেবার সালমান (মান্নাতের শ্রমিক সালমান)’, কেউ আবার ‘সাল্লু কা মত শাহরুখ (সালমানের মৃত্যু শাহরুখ)’ লিখে রেখেছেন। এসব ট্রেন্ডিং হ্যাশট্যাগ দেখে যেমন কেউ কেউ চমকে উঠেছেন, কেউ আবার মজা পাচ্ছেন। কারণ উভয়ের ভক্তদের এ ঠাণ্ডা লড়াই চলবেই, সেটিও জানে সিনেপ্রেমীরা।</p> <article> <p>মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-এ সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ‘পাঠান’ শাহরুখ ও ‘কবীর’ হৃতিকের উপস্থিতি। মুক্তির তিন দিনে ভারতীয় বক্স অফিসে প্রায় ১৫০ কোটি আয় করে নিয়েছে সিনেমাটি।</p> </article>