kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

বিয়ের ১০ বছর পর মা হতে যাচ্ছেন নেহা

বিনোদন ডেস্ক   

২৪ নভেম্বর, ২০২২ ১৯:৩১ | পড়া যাবে ২ মিনিটেবিয়ের ১০ বছর পর মা হতে যাচ্ছেন নেহা

নেহা মারদা মা হতে যাচ্ছেন

অভিনয়ে সবার নজর কেড়েছিলেন নেহা মারদা। ‘বালিকা বধূ’ ধারাবাহিকের সঙ্গে জড়িয়েছে অনেক স্মৃতি। কালার্স চ্যানেলের এই জনপ্রিয় মেগার ‘গহনা’কে মনে আছে তো? সেই মারদা বিয়ের ১০ বছর পর বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সুখবর ভাগ করে নিলেন অভিনেত্রী।  

বৃহস্পতিবার অভিনেত্রী জানান, শীঘ্রই দুই থেকে তিন হতে চলেছেন তিনি ও তাঁর স্বামী আয়ুষ্মান আগারওয়াল।

বিজ্ঞাপন

এদিন মেটারনিটি ফটোশ্যুটের ছবি দিয়ে সুখবর ভাগ করে নিলেন নেহা।

এদিন আঁটসাঁট লাল গাউনে বেবি বাম্প দেখা গেল নেহার। অন্যদিকে সাদা-কালো ফরমাল পোশাকে পাওয়া গেল নেহার স্বামীকে। প্রকৃতির কোলে দাঁড়িয়ে শরীরে নতুন প্রাণের উপস্থিতির কথা জানালেন হিন্দি টেলিভিশনের এই পরিচিত মুখ।

খবর শেয়ার করতে গিয়ে নেহা লেখেন, ‘শ্রী শিবায়ে নমস্তুভ্যং, অবশেষে ভগবান আমার মধ্য়ে আবির্ভূত হতে চলেছেন। সন্তান আসছে ২০২৩ সালে। ’ রশমি দেশাই, অনিতা হাসনন্দানিসহ টেলিপাড়ার একঝাঁক তারকা শুভেচ্ছা জানিয়েছেন নেহাকে।

২০১২ সালে ব্যবসায়ী আয়ুষ্মানকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। বিয়ের ১০ বছরের মাথায় সন্তানসম্ভবা নায়িকা। ‘বালিকা বধূ’ ছাড়াও ডোলি আরমানো কি, কিঁউ রিস্তোমে কাট্টি বাট্টিসহ একাধিক সিরিয়ালে দেখা মিলেছে নেহার।  

শুধু ফিকশনই নয়, ঝলক দিখলা জা (সিজন ৮) এবং খতরোকে খিলাড়ি সিজন ৮-এরও প্রতিযোগী হিসেবেও দেখা যায় নেহাকে।

ইনস্টাগ্রাম, হিন্দুস্তান টাইমসসাতদিনের সেরা