kalerkantho

সোমবার  । ১৬ চৈত্র ১৪২৬। ৩০ মার্চ ২০২০। ৪ শাবান ১৪৪১

বাহুবলির বাহুতেই নিজেকে সপে দিলেন শ্রদ্ধা!

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০২০ ২০:১৭ | পড়া যাবে ১ মিনিটেবাহুবলির বাহুতেই নিজেকে সপে দিলেন শ্রদ্ধা!

মঙ্গলবার ৩৩-এ পড়লেন শ্রদ্ধা কাপুর। বর্তমানে বাগি থ্রি-র প্রমোশনে ব্যস্ত শ্রদ্ধা। তার মাঝেই শিশুদের সঙ্গে কেক কেটে নিজের জন্মদিন পালন করেন বলিউডের এই অভিনেত্রী। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু শ্রদ্ধার জন্মদিনে ‘বাহুবলি’ প্রভাস কি করলেন জানেন!

শক্তি কাপুরের মেয়ের জন্মদিনে তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করেন ‘সাহো’ অভিনেতা। যেখানে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে পোজ দিতে দেখা যাচ্ছে তাঁকে। শুধু তাই নয়, সাহো-য় শ্রদ্ধার অমৃতা নাম ধরেই ‘আমার অমৃতা’ বলে ওই ছবির নীচে ক্যাপশন দেন প্রভাস। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেন সেই ছবি।

প্রভাস এবং শ্রদ্ধার সেই ছবি প্রকাশ্যে আসতেই বলিউডের একাংশে জোর শোরগোল শুরু হয়েছে। এবার কি তাহলে শ্রদ্ধা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ালেন প্রভাস, এমন প্রশ্নই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

সূত্র: জিনিউজ

মন্তব্যসাতদিনের সেরা