<p>রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীতে পড়ে মো. মাইনুদ্দিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) বিকেল সাড়ে ৫টায় দিকে ঘটনাটি ঘটে। </p> <p>শিশুটির মামা মো. মিজান জানান, মাইনুদ্দিন অন্যান্য শিশুদের সাথে খেলা করতে গিয়েছিল নৌকা ঘাটে। সেখানে নদীর পাড়ের উঁচু স্থান থেকে ঢাল দিয়ে নদীতে পড়ে যায় সে। তার সঙ্গে থাকা অন্যান্য শিশুদের সংবাদের ভিত্তিতে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মৃত ঘোষণা করেন।</p> <p>ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে অবগত করা হয়েছে। </p> <p>হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পুকুরপাড় মাইনুদ্দিনের গ্রামের বাড়ি। সে কামরাঙ্গীরচর কুড়ার ঘাট দুই নম্বর গলিতে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত। ৫ ভাই-বোনের মধ্যে সে ছিল তৃতীয়।</p>