<p style="text-align:justify">কৃষকের উৎপাদিত পণ্য স্বেচ্ছাসেবীরা ভোক্তাসাধারণের হাতে তুলে দিচ্ছেন ন্যায্য মূল্যে। মধ্যস্বত্বভোগীদের কাছে না গিয়ে স্থানীয় বিনির্মাণ ছাত্রসংগঠনের উদ্যোগে খোলা ‘ন্যায্য মূল্যের বাজার’ নামের দোকানে কৃষক বা উদ্যোক্তাদের কাছ থেকে তাদের উৎপাদিত পণ্য সংগ্রহ করে বিক্রি করা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য। এতে ক্রেতা যেমন খুশি, কৃষকও পাচ্ছেন ন্যায্য মূল্য।<br />  <br /> আজ সোমবার (১১ নভেম্বর) বিনির্মাণ ছাত্র সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দিনের সার্বিক সহযোগিতায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা অবধি মীরসরাই উপজেলা সদরের ফুট ওভারব্রিজের নিচে অস্থায়ী ন্যায্য মূল্যের বাজারে ক্রেতার ভিড় ছিল চোখে পড়ার মতো। ন্যায্য মূল্যের বাজারে পণ্য বিক্রি হয় সাধারণ বাজারের তুলনায় বেশ কম।</p> <p style="text-align:justify">ওই দিন সকাল ১০টার দিকে বিনির্মাণ ছাত্রসংগঠনের খোলা ন্যায্য মূল্যের বাজারে গোলাম মর্তুজা, জোবায়ের, নুরুল আলমসহ একাধিক ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ন্যায্য মূল্যের বাজারে সাধারণ বাজারের তুলনায় কম দামে তারা পণ্য কিনতে পেরেছেন। তারা দাবি জানান, বাজারের সিন্ডিকেট দমন করতে এ ধরনের কর্মসূচি আরো বেশ কিছুদিন চালিয়ে যেতে হবে। </p> <p style="text-align:justify">এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকের বাজার বসেছিল। এ সময় ক্রেতারা বলেন, ‘আমরা বাজারসামগ্রীর ঊর্ধ্বমূলে অতিষ্ঠ।’ তারা এমন কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেন।</p> <p style="text-align:justify">বিনির্মাণ ছাত্রসংগঠনের আহবায়ক তানভীর হোসেন বলেন, ‘বাজার কারসাজি দমন করতেই কালোবাজারিদের সিন্ডিকেট ভেঙে দ্রুত বাজার নিয়ন্ত্রণ করে দাম জনগণের সহনীয় মাত্রায় না আনতে পারলে এমন কর্মসূচি অব্যাহত থাকবে।’<br />  <br /> এ সময় উপস্থিত ছিলেন- বিনির্মাণ ছাত্রসংগঠনের আহবায়ক তানভীর হোসেন, সদস্যসচিব শাখাওয়াত হোসেন রানা, কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক ফারহান তানভীন শুভ, সাজ্জাদ সজিব, মোহাম্মদ ইসমাইল, সদস্য শরীফুল ইসলামসহ বিনির্মাণের অন্যান্য সদস্য।</p>