<p>মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ৮-১০টি ভ্যানে নিয়ন্ত্রণহীন একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।</p> <p>আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের মাছ হাটের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে।</p> <p>নিহতরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর চতরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল গোফ্ফার (৬৮) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০)। আটককৃত কাভার্ড ভ্যান চালক হলেন দিনাজপুর সদর উপজেলার রামনগর গ্রামের শেখ ওসমানের ছেলে সিদ্দিক মিয়া (৪০)।</p> <p>স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সোমবার সকালে কাভার্ড ভ্যানটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ট্রাকটি ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ৫-৭টি ভ্যানের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।</p> <p>ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, গাড়িটি আমাদের হেফাজতে আছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।</p>