<p style="text-align:justify">খুলনায় নাশকতার দুই মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ৪৯ জনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নীলা কর্মকার এ রায় ঘোষণা করেন।</p> <p style="text-align:justify">আইনজীবী মো. আবু ইউসুফ মোল্লা বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে ডুমুরিয়ার বামনদিয়ায় বোমা উদ্ধারের নাটক সাজিয়ে মামলা দায়ের করা হয়। এ মামলায় মিজানুর রহমানসহ ১৮ জনের নামে এজাহার দাখিল করে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অপর একটি মামলায় কারাগারে থাকা অবস্থায় তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।</p> <p style="text-align:justify">তিনি বলেন, একই বছর ২০ ডিসেম্বর পুলিশ ৫০ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এরমধ্যে ডুমুরিয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা ইসহাক আলী মারা যাওয়ায় আসামির সংখ্যা দাঁড়ায় ৪৯ জনে। একই মামলার অপর অংশটি ছিল বিস্ফোরক আইনে। মামলার বিভিন্ন কার্যদিবসে ৩০ জন সাক্ষীর মধ্যে ১৯ জন সাক্ষ্য দেন। এতে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি।</p> <p style="text-align:justify">জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আমি ন্যায়বিচার পেয়েছি, আমি সন্তুষ্ট। মিথ্যা মামলায় অন্যায়ভাবে দীর্ঘ ১৪ বছর পরও আমাকে হাজিরা দিতে হলো। এটা হলো আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের অপকর্মের একটা ছোট প্রমাণ।</p>