<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গ্রেপ্তার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।</p> <p>আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেট্রোপলিটন চিফ আদালত রংপুরের বিচারক আসাদুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হত্যাচেষ্টা, ভাঙচুর, লুটপাট ও আত্মসাতের মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা আমলি আদালতে চরম উত্তেজনার মধ্য দিয়ে হাজির করা হয়। তার বিরুদ্ধে ছয়টি হত্যা ও পাঁচটি মারামারির অভিযোগে মামলা করা হয়। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা আদালতে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘটনার পর আত্মগোপনে ছিলেন তুষার কান্তি মণ্ডল। তাকে ঢাকার সাভার থেকে গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তার করে র‌্যাব-৪। তার নামে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির, শিক্ষার্থী সাজ্জাদ, অটোচালক মানিক, ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম, স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন মিলন হত্যাসহ আরো একাধিক মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে সমবায় ব্যাংকের টাকা আত্মসাৎ ও সমবায় ভবন নির্মাণের নামে অর্থ লুটপাটসহ আধিপত্য বিস্তারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেন ভুক্তভোগীরা।</p> <p>আজ বৃহস্পতিবার সকালে তুষার কান্তি মণ্ডলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুরুন্নবী। আসামিপক্ষে লিগ্যাল এইডের আইনজীবী ইফফাত আক্তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর ছাড়াও তুষার কান্তি মণ্ডলকে অন্য আরো তিনটি হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।</p>