<p style="text-align:justify">সাড়ে তিন বছর আগে চট্টগ্রামের হাটহাজারীতে মাদরাসাছাত্র রবিউল ইসলাম গুলিতে নিহত হওয়ার ঘটনায় করা মামলায় হাটহাজারী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন শুনানি শেষে এই আদেশ দেন। </p> <p style="text-align:justify">হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, মাদরাসাছাত্র নিহতের ঘটনায় করা মামলায় বৃহস্পতিবার রাতে পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শুক্রবার আদালতে নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাটহাজারী থানা পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। </p> <p style="text-align:justify">জানা যায়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ২০২১ সালের ২৬ মার্চ ঢাকায় এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগমনের প্রতিবাদে সারা দেশের মতো চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদরাসা থেকে মিছিল বের করেছিলেন হেফাজতের নেতাকর্মী ও মাদরাসার ছাত্ররা। সেখানে গুলিতে রবিউল ইসলামসহ মাদরাসার চার শিক্ষার্থী নিহত হয়েছিলেন। </p> <p style="text-align:justify">আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই ঘটনায় গত ২৩ আগস্ট মাদরাসাছাত্র ও হেফাজতের কর্মী রবিউল ইসলামের বাবা আবদুল জব্বার বাদী হয়ে সাবেক ওসি রফিকুল ইসলামসহ ২৮ জনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় হত্যা মামলা করেন। মামলায় বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, চট্টগ্রাম জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হকসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। </p> <p style="text-align:justify">সেই মামলায় হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলামকে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, রফিকুল ইসলাম সর্বশেষ ঢাকার উত্তরায় এপিবিএন সদর দপ্তরে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকেই তাকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।</p>