<p style="text-align:justify">গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পোড়াবাড়ী এলাকায় শাহ সুফি ফসিহ উদ্দিনের মাজার ভেঙে দিয়েছেন মুসল্লিরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর পোড়াবাড়ীর আশপাশের কয়েকটি মসজিদের মুসল্লিরা ঐক্যবদ্ধ হয়ে মাজারে হামলা চালান।</p> <p style="text-align:justify">সূত্র জানায়, বিভিন্ন স্থাপনা ও কবরস্থান ভ্যাকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে মাজারের আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেন মুসল্লিরা। এ সময় মাজারের খাদেম এবং ভক্তরা পালিয়ে যায়।</p> <p style="text-align:justify">খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।</p> <p style="text-align:justify">এলাকার মুসল্লিরা বলেন, এই মাজারে নেশা, গাঁজা ও অসামাজিক কার্যকলাপ চলে। এগুলো কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। এ কারণে এই মাজার ভেঙে দেওয়া হয়েছে।</p>