<p>আড়াইহাজার থানা থেকে লুট হওয়া ৮টি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অস্ত্র ও গুলি উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১-এর আদমজীনগর এএসপি মিডিয়া অফিসার সনদ বড়ূয়া।</p> <p>তিনি বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিলেন তখন সারা দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে দুষ্কৃতিকারীরা। এরই ধারাবাহিকতায় ওই দিন সন্ধ্যায় আড়াইহাজার থানায় আক্রমণ, ভাঙচুর, আগুন দিয়ে থানার অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে র‌্যাব-১১-এর একটি চৌকস গোয়েন্দা টিম থানা হতে সরকারি সম্পদ উদ্ধারের জন্য অভিযান পরিচালনা শুরু করে। </p> <p>তিনি আরো বলেন, ‘আড়াইহাজার পৌরসভা এলাকায় অবস্থিত পরিত্যক্ত একটি পুকুর হতে ৮টি পিস্তল, ৯টি পিস্তলের ম্যাগাজিন, ১৬ রাউন্ড পিস্তলের গুলি ও ২৯ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করতে সক্ষম হই।’</p>