<p>ভারতে পাচারকালে মেহেরপুরের আমঝুপি এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৬১৮ গ্রাম ওজনের ২৫টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়।</p> <p>আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।</p> <p>আটককৃতরা হলো- ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. আলাল হোসেন (৪৮) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (২৯)। </p> <p>মো. মাহবুব মুর্শেদ রহমান বলেছেন, পিএসসি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানতে পারে, ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশে মেহেরপুরে আসছে। পরে সদরের বিশেষ টহলদল মেহেরপুরের আমঝুপি মহাসড়কে অবস্থান নেয়। </p> <p>আনুমানিক সকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে মেহেরপুরগামী ‘জেআর পরিবহনের’ একটি বাস আসে। বিজিবি টহলদল বাসটি থামিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় ২.৬১৮ কেজি ওজনের ২৫টি দ্বিখণ্ডিত স্বর্ণের বার ও নগদ পাঁচ হাজার ৮০৪ টাকাসহ দুই জনকে আটক করে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমুল্য ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা। তাদের বিরুদ্ধে নিয়ম অনুসারে মামলা করে স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।<br />  </p>