<p style="text-align:justify">ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে সালাউদ্দিন মাঝি (৩৮) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় নদীতে পড়ে নিখোঁজ রয়েছে তার ছেলে শাহিন (১২)। </p> <p style="text-align:justify">আজ সোমবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ধনিয়া ইউনিয়নের কোড়ারহাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি উপজেলার ধনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। </p> <p style="text-align:justify">স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর সালাউদ্দিন মাঝি তার ছেলে শাহিনকে নিয়ে ধনিয়া ইউনিয়নের কোড়ার হাট সংলগ্ন মেঘনা নদীতে নৌকা নিয়ে মাছ শিকারে যায়। এ সময় বজ্রপাতে নৌকার মধ্যেই সালাউদ্দিনের মৃত্যু হয়। নৌকায় থাকা তার ছেলে শাহিন নদীতে পড়ে নিখোঁজ হয়।</p> <p style="text-align:justify">ধনিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন মিঠু এ নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সালাউদ্দিন মাঝি মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। তার ছেলেও নিখোঁজ রয়েছেন।</p> <p style="text-align:justify">ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান পাটওয়ারী কালের কণ্ঠকে জানান, বজ্রপাতে সালাউদ্দিন মাঝি নামে এক জেলে নিহত হয়েছে। এ ঘটনায় তার ছেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন।</p>