<p>লক্ষ্মীপুরে জাহেদা বেগম নামের এক অস্ট্রেলিয়ান প্রবাসী নারীর জমিতে জোরপূর্বক দোকানঘর নির্মাণ করে দখল করার অভিযোগ উঠেছে। রবিবার (১৮ আগস্ট) দুপুরে ভূক্তভোগী জাহেদার ভাতিজা হেফজুর রহমান স্থানীয় যুবদল নেতা মো. হুমায়ুনের বিরুদ্ধে এ অভিযোগ করেন। চলমান পরিস্থিতিতে তিনি থানায় পুলিশের কাছে গিয়ে কোনো অভিযোগ দিতে পারেননি। এ নিয়ে তিনি আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন। </p> <p>অভিযুক্ত হুমায়ুন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য। সরকার পতনের পর প্রতিপক্ষের বাড়িঘরে হামলাসহ বিভিন্ন অভিযোগে ৭ আগস্ট জেলা যুবদল তাকে দল থেকে বহিষ্কার করে। পরদিন হুমায়ুন অস্ট্রেলিয়ান প্রবাসী জাহেদার দত্তপাড়া ইউনিয়নের পূর্ব বটতলি গ্রামের ১২ শতাংশ জমির সামনের অংশে দোকানঘর নির্মাণ করে জোরপূর্বক দখল করে। </p> <p>হেফজুর রহমান বলেন, সরকার পতনের পরে ৮ আগস্ট যুবদল নেতা হুমায়ুন লোকজন নিয়ে এসে ফুফুর জমিতে জোরপূর্বক দোকানঘর নির্মাণ করেন। বিষয়টি আমি থানায় গিয়ে পুলিশকে জানাই। কিন্তু পুলিশ জায়গা-জমিরে বিরোধে জড়াবে না বলে আদালতে মামলা করতে বলেছে। </p> <p>বক্তব্য জানতে যুবদল নেতা মো. হুমায়ুনের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও সংযোগ পাওয়া যায়নি।</p>