<p style="text-align:justify">ফরিদপুরে জেলা পুলিশসহ বিভিন্ন থানায় শোভাযাত্রার মাধ্যমে কাজে যোগদান করেছেন পুলিশ সদস্যরা। শোভাযাত্রায় রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ ও সুধীসমাজের নেতারা উপস্থিত ছিলেন।</p> <p style="text-align:justify">এর আগে আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে জরুরি এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ‘শতবর্ষের ঐতিহ্যবাহী একটি সংগঠনকে কলুষিত ও তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল পুলিশের ওপর হামলা এবং বিভিন্ন থানায় আক্রমণ করেছে। সাম্প্রতিক সময়ের ঘটনায় অনেক পুলিশ সদস্যও নিহত-আহত হয়েছেন।’</p> <p style="text-align:justify">পুলিশ সুপার বলেন, ‘অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। বিশেষ করে চলতি মাসের ৫ তারিখ থেকে এ পর্যন্ত ফরিদপুরে কোনো অপরাধী এবং কোনো সুযোগসন্ধানী হিন্দু সম্প্রদায়ের মন্দির, ব্যবসাপ্রতিষ্ঠানসহ তাদের কোনো জায়গায় কেউ আঘাত করে থাকেন, কোনো অন্যায় কাজ করে থাকেন প্রতিটি অন্যায় কাজের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’</p> <p style="text-align:justify">সেবাপ্রত্যাশীদের আহ্বান করে তিনি বলেন, ‘ফরিদপুরে যে কয়টি থানা আছে, সব থানাতেই পুলিশের সেবা কার্যক্রম চালু হয়েছে। আপনারা বিগত দিনে যেভাবে পুলিশকে সহযোগিতা করেছেন, আশা করছি আপনারা এখন থেকে আমাদের সেভাবেই সহযোগিতা করবেন। থানার সব পুলিশ সদস্যরা আপনাদের সেবা দেওয়ার জন্য অপেক্ষায় আছেন। আপনারা যেকোনো সেবা নেওয়ার জন্য থানায় চলে আসবেন।’</p> <p style="text-align:justify">প্রেস ব্রিফিং শেষে সোমবার বিকেলে ফরিদপুর পুলিশ লাইনস থেকে একটা শোভাযাত্রার মধ্যে দিয়ে তারা কাজে যোগ দেন। শোভাযাত্রায় রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ ও সুধীসমাজের নেতারা উপস্থিত ছিলেন।</p>