<p style="text-align:justify">বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলছেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি। এ সরকারকে সব কাজে সহায়তা করা আমাদের অন্যতম কাজ। এ জন্য সবাইকে ধৈর্যধারণ করতে হবে। আমরা চাই, সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে। এতে সারা দেশের মানুষের সহযোগিতা প্রয়োজন।’</p> <p style="text-align:justify">শনিবার (১০ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আফনান পাটোয়ারী ও সাব্বির আহমেদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। </p> <p style="text-align:justify">এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক। </p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘ড. ইউনূস দেশবাসীর সামনে কথা বলছেন। তিনি বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। এ জন্য সরকারকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। বিএনপি ক্ষতিগ্রস্ত সব পরিবারের পাশে রয়েছে।’ </p> <p style="text-align:justify">এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান প্রমুখ।</p>