<p>বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।</p> <p>সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ শহরের কাজীর মোড়ে জড়ো হওয়া হাজারও ছাত্র-জনতা বিজয় উল্লাস করেন।</p> <p>বিজয় উল্লাসের পর আন্দোলনরতরা বিজয় মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছাত্র-জনতাদের সমস্বরে ‘জিতিলো রে জিতিলো’ , ‘ছাত্র সমাজ জিতিলো’ , ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ , ‘ফাঁসি চাই ফাঁসি চাই’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।</p> <p>পেরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়ি, সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাড়িসহ বিভিন্ন আওয়ামী লীগের স্থাপনা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা।<br />  </p>