<p>শেরপুরে আন্দোলনকারী তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, আন্দোলনকারীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগের সংঘর্ষের সময় ওই তিনজন গাড়িচাপায় নিহত হন। তবে এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। রবিবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের খরমপুর-তিনানী বাজারে রাস্তায় এ ঘটনা ঘটে।</p> <p>নিহতদের মধ্য একজনের পরিচয় মিলেছে। তিনি সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা গ্রামের মাহবুব হোসেন (৩২)। অপর দুই জনের নাম-পরিচয় জানা যায়নি।</p> <p>শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আরএমও ডা. নাহিদ কামাল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আনার পর তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে।</p> <p>আন্দোলনকারীরা পরে তিনজনের লাশ নিয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।</p> <p>এদিকে সন্ধ্যার দিকে তিন জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা লাশ নিয়ে সদর থানা ঘেরাও করেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।</p>