<p style="text-align:justify">যশোরে দুর্জয় বাবু ঘোষ (২২) নামে ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২টি শটগানের কার্তুজ, একটি ওয়াকিটকি, চার জোড়া হ্যান্ডকাপ, পাঁচটি রাবার বুলেট, দুটি চাইনিজ কুড়াল, দুটি ভোজালে, একটি হাসুয়া ও একটি ছুরি উদ্ধার করা হয়।</p> <p style="text-align:justify">গতকাল শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের বেজপাড়া শ্রীধরপুর রোডে দুর্জয়ের ঘর থেকে এসব উদ্ধার করা হয়।</p> <p style="text-align:justify">ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম হাওলাদার আজ শনিবার এ তথ্য জানান। তিনি বলেন, ডিবি পুলিশের কাছে গোপন তথ্য ছিল, দুর্জয় বাবু ঘোষ নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় আর্থিক সুবিধা নিচ্ছে।</p> <p style="text-align:justify">এঘটনায় অভিযান চালিয়ে ওয়াকিটকি, শটগানের গুলি, হ্যান্ডকাপ ও দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।</p>