<p style="text-align: justify;">ঢাকা থেকে হবিগঞ্জের লাখাইয়ে বিয়ে বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে উসমান মিয়া (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবক ঢাকার যাত্রাবাড়ী এলাকার জয়নাল মিয়ার ছেলে। শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার মহরমপুর গ্রামে এই ঘটনা ঘটে।</p> <p style="text-align: justify;">হবিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল আহাদ জানান, লাখাই উপজেলার লাখাই ইউনিয়নের মহরমপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে সুর আলমের বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে এসেছিল উসমান মিয়া।</p> <p style="text-align: justify;">শুক্রবার সকাল ১১টার দিকে মহরমপুর গ্রামের নিকটবর্তী নদীতে ১০-১১ জন লোক গোসল করতে নামেন। এক পর্যায়ে পানির স্রোতে  উসমান মিয়া তলিয়ে যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।</p> <p style="text-align: justify;">এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত চম্পক দাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।<br />  </p>