<p>নারায়ণগঞ্জে পাঁচটি উপজেলার মধ্যে প্রথম ধাপে বন্দর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বুধবার (৮ মে)। সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে জেলা পুলিশ।</p> <p>রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ জানান, ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে বিজিবির তিনটি টিম। এ ছাড়া কেন্দ্রে কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য ছাড়াও প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবেন ভ্রাম্যমাণ আদালত।</p> <p>নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন চেয়ারম্যান প্রার্থী বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ (দোয়াত কলম), নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল (চিংড়ি), জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেন (আনারস) ও তার ছেলে ডামি প্রার্থী মাহমুদুল হাসান (হেলিকপ্টার)।</p> <p>ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন সানাউল্লাহ সানু, এস আই জুয়েল, মুকিত ও আলমগীর হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছালিমা হোসেন শান্তা ও মাহমুদা আক্তার।</p> <p>বন্দর উপজেলায় মোট ভোটারের সংখ্যা এক লাখ ৩১ হাজার ৫৬৪ জন।</p>