<p>রমজান উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে মাংস বিক্রি করা হবে।</p> <p>আগামী ২৭, ২৮ ও ২৯ রমজান (৭, ৮ ও ৯ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হবে।</p> <p>ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবীর জানান, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের বিশেষ আগ্রহে স্বল্প আয়ের মানুষের জন‌্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।<br />  </p>