<p>ঢাকার বেইলি রোডের ভবনে আগুন লাগার পর প্রাণে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সমাজসেবাবিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম ওরফে জুবায়ের (২১)।</p> <p>তিনি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের মান্নান শেখের ছেলে। </p> <p>এসব তথ্য নিশ্চিত করেছেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল।</p> <p>তিনি জানান, মুজাহিদুল ইসলাম এবার এইচএসসি পাস করে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। গত কয়েক মাস ধরে তিনি ওই ভবনের কাচ্চি ভাই রেস্টুরেন্টে চাকরি করছিলেন।</p> <p>এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মুশা মিয়া বলেন, এমন একটি হৃদয়বিদারক ঘটনা থেকে মুজাহিদুল বেঁচে ফিরেছে এটা অনেক বড় পাওয়া।</p> <p>তিনি বলেন, আহতের পরিবারের সদস্যরা বর্তমানে তাঁর চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন। আমি শুনেছি, মুজাহিদুল কোমর ও ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার প্রাণহানির ঝুঁকি নেই।</p> <p> </p>