<p>ময়মনসিংহের নান্দাইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সহিংসতার ঘটনায় আহত আব্দুল জলিল (৬০) নামের এক নৌকা সমর্থকের মৃত্যু হয়েছে। আজ রবিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। </p> <p>আব্দুল জলিল নান্দাইল উপজেলার ১০ নম্বর শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের বাসিন্দা। তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।</p> <p>স্থানীয়রা জানায়, গত ৭ জানুয়ারি শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের ইমাম হোসেন উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের মাঠে নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। এ সময় একদল ঈগল সমর্থক আব্দুল জলিলকে মারধর করে। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান। রক্তাক্ত অবস্থায় জলিলকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।</p> <p>গত ১৯ জানুয়ারি এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করা হয়। এ ঘটনায় মামলার প্রধান আসামি শেরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম, সেলিম রানা ও রোকন উদ্দিন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। </p> <p>নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ইতিমধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১২ জন আদালতে হাজিরা দিয়েছেন।</p>